পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 16, 2020, 12:58 PM IST

ETV Bharat / sports

রাজ্য টেবিল টেনিসে সেরা রণিত ও প্রাপ্তি

উত্তর চব্বিশ পরগনার রণিত ফাইনালে হুগলির আকাশ পালকে পরাজিত করেন । খেলার ফল 4-2 । ইস্ট কলকাতার প্রাপ্তি সেন হারান হুগলির পয়মন্তী বৈশ্যকে 4-2 ফলে।

টেবিল টেনিসে সেরা রণিত ও প্রাপ্তি
টেবিল টেনিসে সেরা রণিত ও প্রাপ্তি

কলকাতা, 16 ডিসেম্বর : রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে খেতাব জিতলেন রণিত ভঞ্জ । উত্তর 24 পরগনার রণিত ফাইনালে হুগলির আকাশ পালকে পরাজিত করেন । খেলার ফল 4-2 । মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ইস্ট কলকাতার প্রাপ্তি সেন । তিনি হারান হুগলির পয়মন্তী বৈশ্যকে, 4-2 ফলে।

পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন না হতে পারলেও ইয়ুথ বিভাগে চ্যাম্পিয়ন আকাশ পাল। ফাইনালে উত্তর 24 পরগনার অনিকেত সেন চৌধুরিকে 4-0 ব্যবধানে হারিয়ে খেতাব জিতেছেন আকাশ । ইয়ুথ বিভাগে মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন পয়মন্তী বৈশ্য । তিনি ফাইনালে প্রাপ্তি সেনকে 4-0 ব্যবধানে হারিয়ে সেরা হন । এদিকে রাজ্য টেবিল টেনিসে দ্বিমুকুট জিতেছেন অঙ্কুর ভট্টাচার্য । রামগড় প্রগতি সংঘের টেবিল টেনিস অ্যাকাডেমির টেবিলে সাবজুনিয়র এবং জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়ে দ্বিমুকুট জিতেছেন অঙ্কুর ।

সাবজুনিয়র বিভাগের ফাইনালে দক্ষিণ কলকাতার অঙ্কুর 4-1 ব্যবধানে উত্তর 24 পরগনার ইমন অধিকারীকে পরাজিত করেন । জুনিয়র বয়েজ বিভাগেও অঙ্কুর 4-2 ব্যবধানে হুগলির ঋষভ দে-কে পরাজিত করে দ্বিমুকুট জয় সম্পূর্ণ করেন । রাজ্য চ্যাম্পিয়নশিপের ক্যাডেট গার্লস বিভাগে হাওড়ার অভিষা কর্মকার 4-0 ব্যবধানে দক্ষিণ কলকাতার তন্ময়ী সাহাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন । এই বিভাগের ছেলেদের মধ্যে খেতাব হাওড়ার সৃজন দেব মান্নার । 4-2 পয়েন্টের ব্যবধানে তিনি উত্তর 24 পরগনার শ্রেষ্ঠ চক্রবর্তীকে পরাজিত করেন ।

আরও পড়ুন : রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দ্বিমুকুট অঙ্কুর ভট্টাচার্যর

সাবজুনিয়র মেয়েদের বিভাগে হুগলির সায়নী পণ্ডা 4-1 ব্যবধানে সৃজিতা শাহকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন । জুনিয়র বিভাগের মেয়েদের মধ্যে উত্তর 24 মৌলি মোদক চ্যাম্পিয়ন হয়েছে স্নেহা ভৌমিককে হারিয়ে । ব্যবধান 4-0।

ABOUT THE AUTHOR

...view details