হায়দরাবাদ, 29 এপ্রিল: তিনি অনুপ্রাণিত কবি শ্রীরঙ্গম শ্রীনিবাস রাওয়ের কবিতায় ৷ তবে অজান্তেই তিনি নিজেও হয়তো অনুপ্রাণিত করে চলেছেন পরবর্তী প্রজন্মকে ৷ ছেলেবেলায় বাবাকে হারানো অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের জেলার পাডালা রূপাদেবী মানুষ হয়েছেন ঠাকুমা-ঠাকুরদার কাছে ৷ সংসারের আর্থিক অনটনের কাছে হার মানেনি তাঁর মেধা ৷ দশম শ্রেণিতে স্কুলে প্রথম হওয়ার পরেও মেয়েটার জন্য অপেক্ষা করেছিল আরও বড় দুর্যোগ ৷ গ্র্যাজুয়েশন প্রথম বর্ষের পর বিল্ডিংয়ের দোতলা থেকে পড়ে চলার ক্ষমতা হারান পাডালা রূপাদেবী ৷ কিন্তু চলার ক্ষমতা হারিয়েও আগামী মাসে প্যারা ব্যাডমিন্টনে দেশের প্রতিনিধিত্ব করতে চলেছেন তিনি ৷ তার আগে রামোজি গ্রুপ এফ কোম্পানিজের রামোজি রাও'য়ের আর্থিক সাহায্য পৌঁছে গেল রূপাদেবীর সান্তাভুরিতির গ্রামের বাড়িতে ৷
আকাশ ছোঁয়ার স্বপ্ন আর অদম্য জেদ ৷ শারীরিক অক্ষমতা রুখতে পারেনি পাডালা রূপাদেবীকে ৷ যিনি আজ প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবেই বেশি পরিচিত ৷ জাতীয় স্তরে ইতিমধ্যেই সোনা-রূপো জিতে নিয়েছেন ৷ আর জাতীয় স্তরের সাফল্য সঙ্গী করে থাইল্যান্ডে আগামী 9মে থেকে শুরু হতে চলা আন্তর্জাতিক প্রতিযোগিতায় তেরঙার ব্যাটন শ্রীকাকুলামের মেয়েটির কাঁধেই ৷ কিন্তু থাইল্যান্ড থেকে পদক আনার পথে অন্তরায় অর্থ ৷ পাডালা রূপাদেবী জানান, আর্থিক সহায়তা পেলে তিনি দেশেক পদক উপহার দিতে তৈরি ৷