কলকাতা , 19 জুন : প্রয়াত কিংবদন্তি ভারতীয় অ্যাথলিট মিলখা সিং৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া দেশজুড়ে ৷ কিংবদন্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় মন্ত্রীরা৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় , পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংও শোক প্রকাশ করেছেন ৷
টুইটে শোকবার্তায় রাষ্ট্রপতি লিখেছেন , " ক্রীড়াজগতের আইকন মিলখা সিংয়ের প্রয়ানে আমার হৃদয় ভারাক্রান্ত ৷ তাঁর জীবন সংগ্রাম এবং চরিত্রের দৃঢ়তা ভারতের পরবর্তী প্রজন্মকে প্রেরণা দেবে । তাঁর পরিবারের সদস্য এবং অগণিত প্রশংসকদের প্রতি আমার গভীর সমবেদনা রইল । "
শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন , " শ্রী মিলখা সিংহ জির মৃত্যুতে আমরা ক্রীড়াজগতের এক মহিরুহকে হারালাম ৷ যিনি জাতির নাম উজ্বল করেছিলেন এবং অগণিত ভারতবাসীর হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন । তাঁর অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব তাঁকে কোটি কোটি মানুষের কাছে প্রিয় করে তুলেছিল । কিছু দিন আগেই তাঁর সঙ্গে কথা বলেছিলাম ৷ বুঝতে পারিনি সেটাই শেষ কথা হয়ে যাবে ৷ তাঁর পরিবার ও অগণিত গুনমুগ্ধদের প্রতি সমবেদনা রইল ৷ "
কিংবদন্তির মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লিখেছেন ," মিলখা সিংজির প্রয়ানে খরব শুনে গভির শোকাহত ৷ তিনি একজন কিংবদন্তী খেলোয়াড় ছিলেন ৷ তাঁকে আমরা কোনওদিন ভুলব না ৷ তাঁর পরিবার ও বিশ্বব্যাপি ছড়িয়ে থাকা অনুরাগীদের প্রতি সমবেদনা রইল ৷ "
মিলখা সিংয়ের প্রয়াণে শোকজ্ঞাপন করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া ৷ শোক জ্ঞাপন করেছেন ভারতীয় অ্যাথলিটরাও ৷