পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIDE World Cup: কার্লসেনের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডেও ড্র প্রজ্ঞানন্দের, বৃহস্পতিবার টাইব্রেকারে ফয়সালা - rameshbabu praggnanandhaa plays draw in 2nd round

Praggnanandhaa vs Carlsen: গতকাল, মঙ্গলবার সাদা ঘুঁটি নিয়ে খেলেছিলেন প্রজ্ঞানন্দ। 35 চালের পর গেম অমীমাংসিত থাকে। অপেক্ষা ছিল আজ সন্ধ্যার। দ্বিতীয় ক্লাসিক্যাল গেমে মুখোমুখি হয়েছিলেন ম্যাগনাস কার্লসেন ও রমেশবাবু প্রজ্ঞানন্দ। কিন্তু 30 চালের পর এ দিনও গেম অমীমাংসিত। আগামিকাল হবে ফয়সালা ৷

FIDE World Cup
ফাইনালে কার্লসেনের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডেও ড্র প্রজ্ঞানন্দের

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 9:06 PM IST

বাকু, 23 অগস্ট:চন্দ্রযান অভিযানে সফল ভারত ৷ বুধবার সন্ধ্যায় আরও এক সাফল্যের দিকে তাকিয়েছিলেন ভারতবাসী ৷ দাবা বিশ্বকাপের চ্যাম্পিয়নের শিরোপা কি পরবেন কিশোর গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দের ? তবে আজও হল না ফয়সালা ৷ টাইব্রেকারে বুধবার হবে ফাইনালের ফয়সালা ৷ গতকাল পিছিয়ে পড়ে প্রত্যাবর্তনের পর দ্বিতীয়দিনেও বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রজ্ঞানন্দ ৷ মঙ্গলবারের রেশ ধরে বুধবার শুরু হয় পরবর্তী রাউন্ডের খেলা ৷ প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও 30 চালের পর গেম রইল অমিমাংসিত ৷ ফলত আগামিকাল টাইব্রেকারে হবে ফয়সালা ৷

দাবা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেই রেকর্ড গড়েছিলেন তামিলনাড়ুর রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বনাথন আনন্দের পর ভারতের প্রথম দাবাড়ু হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনালে উঠে সেই রেকর্ড বজায় রেখেছেন। তাও আবার মাত্র 18 বছর বয়সে। সোমবার সেমিফাইনালে বিশ্বের তিন নম্বর দাবাড়ু ফ্যাবিয়ানো কারুয়ানাকে টাইব্রেকারে হারিয়ে মঙ্গলবার কার্লসেনের বিরুদ্ধে নামে প্রজ্ঞানন্দ ৷ গতকাল সাদা ঘুঁটি নিয়ে খেলেছিলেন প্রজ্ঞানন্দ। 35 চালের পর গেম অমীমাংসিত থাকে। দু'জনেই হাত মিলিয়ে নেন।

আরও পড়ুন:পিছিয়ে পড়েও ফাইনালে দুরন্ত প্রত্যাবর্তন, কার্লসেনের বিরুদ্ধে প্রথম রাউন্ডে ড্র প্রজ্ঞানন্দের

আজ, বুধবার শুরু হয় দ্বিতীয় রাউন্ডের খেলা ৷ এদিন সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করেন কার্লসেন। কিন্তু ভারতীয় দাবার ভবিষ্যতের তারকার বিরুদ্ধে খুব একটা সুবিধে করে উঠতে পারেননি ৷ আগামিকাল টাইব্রেকারে ফয়সালা হবে। দ্বিতীয় রাউন্ডে ড্র'য়ের পর আঠারোর গ্র্যান্ড মাস্টার রমেশবাবু এ দিন জানান, আগামিকাল ফ্রেশ হয়ে আসতে চাই। আজকের দিনটা ভালো করে বিশ্রাম নিতে চাই। সামনে খুবই গুরুত্বপূর্ণ দিন। এ বারের টুর্নামেন্টে বেশ কিছু টাইব্রেকারে খেলতে হয়েছে। প্রতিটি পরিস্থিতির জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। তবে আজ কার্লসেনকে দেখে মনে হচ্ছিল, পুরোপুরি ফিট নেই। আশা করি আগামিকাল আরও ফিট হয়ে আসবে।"

আরও পড়ুন:আনন্দের নজির ছুঁয়ে দাবা বিশ্বকাপের ফাইনালে আঠারোর প্রজ্ঞানন্দ

ABOUT THE AUTHOR

...view details