বাকু, 23 অগস্ট:চন্দ্রযান অভিযানে সফল ভারত ৷ বুধবার সন্ধ্যায় আরও এক সাফল্যের দিকে তাকিয়েছিলেন ভারতবাসী ৷ দাবা বিশ্বকাপের চ্যাম্পিয়নের শিরোপা কি পরবেন কিশোর গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দের ? তবে আজও হল না ফয়সালা ৷ টাইব্রেকারে বুধবার হবে ফাইনালের ফয়সালা ৷ গতকাল পিছিয়ে পড়ে প্রত্যাবর্তনের পর দ্বিতীয়দিনেও বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রজ্ঞানন্দ ৷ মঙ্গলবারের রেশ ধরে বুধবার শুরু হয় পরবর্তী রাউন্ডের খেলা ৷ প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও 30 চালের পর গেম রইল অমিমাংসিত ৷ ফলত আগামিকাল টাইব্রেকারে হবে ফয়সালা ৷
দাবা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেই রেকর্ড গড়েছিলেন তামিলনাড়ুর রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বনাথন আনন্দের পর ভারতের প্রথম দাবাড়ু হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনালে উঠে সেই রেকর্ড বজায় রেখেছেন। তাও আবার মাত্র 18 বছর বয়সে। সোমবার সেমিফাইনালে বিশ্বের তিন নম্বর দাবাড়ু ফ্যাবিয়ানো কারুয়ানাকে টাইব্রেকারে হারিয়ে মঙ্গলবার কার্লসেনের বিরুদ্ধে নামে প্রজ্ঞানন্দ ৷ গতকাল সাদা ঘুঁটি নিয়ে খেলেছিলেন প্রজ্ঞানন্দ। 35 চালের পর গেম অমীমাংসিত থাকে। দু'জনেই হাত মিলিয়ে নেন।