সাগর, 16 অগস্ট: 2008 সালে বাড়ির অজান্তেই স্কুল থেকে রাজ্যস্তরে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অ্যাথলেটিক্সে অংশ নিয়েছিলেন সাগরের রাজেশ্বরী দাস ৷ রাজ্যস্তরে প্রথম হয়ে বাড়ির সকলকে চমকে দিয়েছিলেন ৷ এবার রাজেশ্বরী দাস বিশ্ব পুলিশ অ্যাথেলেটিক্সে মহিলাদের অনুর্ধ্ব-29 হাইজাম্পে জিতে নিয়ে এলেন সোনা ৷ ভারতীয় আধাসেনার সিআইএসএফ-এর হেড কনস্টেবল পদে রয়েছেন তিনি ৷ অল ইন্ডিয়া পুলিশ গেমসে প্রথম হয়ে বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ৷ সেখানে মহিলাদের অনুর্ধ্ব-29 হাইজাম্পে সোনা জিতেছেন ৷ সেই সঙ্গে ট্রিপল জাম্পে রুপো এবং লং জাম্পে ব্রোঞ্জ জিতেছেন সাগরের রাজেশ্বরী দাস ৷
26 বছরের রাজেশ্বরী জানিয়েছেন, আগামিদিনে তাঁর স্বপ্ন ভারতের হয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অলিম্পিক ও কমনওয়েলথে পারফর্ম করা ৷ বর্তমানে রাজেশ্বরী দাস দিল্লিতে সিআইএসএফ-এর হেড কনস্টেবল পদে কর্মরত ৷ তবে, ইতিমধ্যে তাঁর পদোন্নতির চিঠি এসেছে ৷ তার জন্য একমাসের ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে হবে রাজেশ্বরীকে ৷ কানাডা থেকে ফিরে পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন রাজেশ্বরী ৷ এখান থেকে সরাসরি ট্রেনিং ক্যাম্পে যাবেন ৷ একমাসের ট্রেনিং শেষে সিআইএসএফ-এর এএসআই পদে যোগ দেবেন তিনি ৷