দিল্লি, 30 অগাস্ট : দাবায় ইতিহাস গড়েছে ভারত ৷ প্রথমবার দাবা অলিম্পিয়াডের ফাইনালে পা রেখেছে ভারত ৷ শনিবারের সেমিফাইনালে পোল্যান্ডের মণিকা সাক্কোকে হারান বিশ্ব র্যাপিড চ্যাম্পিয়ন কোনেরু হাম্পি ৷ তাঁর জয়ে অনলাইন অলিম্পিয়াডের ফাইনালে ওঠে দেশ ৷ তারপরই ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ ফাইনালের জন্য জানিয়েছেন শুভেচ্ছা ৷
পিছিয়ে থেকে সেমিফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে 2-1 ব্যবধানে জিতে ফাইনালে ওঠে ভারত ৷ প্রথম রাউন্ডে 2-4-এ ভারত হেরে গিয়েছিল ৷ দ্বিতীয় রাউন্ডে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে প্রতিপক্ষকে 4.5-1.5 ব্যবধানে হারায় ৷ ফাইনাল ওঠার নির্ধারণী ম্যাচে টাই ব্রেকারে জেতেন হাম্পি ৷ দ্বিতীয় রাউন্ডে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ জন কিস্তোফ ডুডাকে 78 চালে মাত দেন ৷ যদিও প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন আনন্দ ৷ আনন্দ ছাড়া প্রথম রাউন্ডে হেরেছিলেন অধিনায়ক বিদিত গুজরাতি ও দিব্যা দেশমুখ ৷ হাম্পি ও ডি হরিকা ড্র করেন ৷ জিতেছিলেন একমাত্র নিহাল সারিন ৷ ফাইনালে ভারতের প্রতিপক্ষ রাশিয়া অথবা অ্যামেরিকা ৷