ক্যালিফোর্নিয়া, 21 মার্চ : 13 বছর পর অস্ট্রেলিয়ান ওপেনে খেতাব জয় দিয়ে বছরটা শুরু হয়েছিল স্বপ্নের মত ৷ এরপর ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সেও জারি ছিল স্বপ্নের দৌড়ে ৷ টানা 20টি ম্যাচ জিতে ক্যালিফোর্নিয়ায় পৌঁছে গিয়েছিলেন টুর্নামেন্টের ফাইনালেও ৷ কিন্তু তাল কাটল ফাইনালে গিয়ে ৷ ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের ফাইনালে নাদালের অশ্বমেধের দৌড় থামালেন সেদেশেরই টেলর ফ্রিৎজ (Rafael Nadals unbeaten run ends in Indian Wells final) ৷ মার্কিন প্লেয়ারের কাছে স্ট্রেট সেটে হারলেন সর্বাধিক মেজরের মালিক ৷
ফ্রিৎজের পক্ষে ম্যাচের ফল 6-3, 7-6 (7-5) ৷ সোমবার ফাইনালের আগে চোটের কবলে ছিলেন দু'জনেই ৷ নাদাল যেমন বুকের ব্যথার সঙ্গে লড়ছিলেন, তেমনই গোড়ালির চোটে কাবু ছিলেন ফ্রিৎজ ৷ কিন্তু চোটকে হারিয়ে শেষ হাসি হাসলেন মার্কিন টেনিস তারকা (Taylor Fritz beats Rafael Nadal in Indian Wells final) ৷ সেইসঙ্গে দু'দশকেরও বেশি সময় বাদে মার্কিন প্রতিযোগী হিসেবে ঘরের মাঠে এই খেতাব জয়ের নজির গড়লেন ফ্রিৎজ ৷ শেষবার মার্কিন প্রতিযোগী হিসেবে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স জিতেছিলেন আন্দ্রে আগাসি ৷