মেলবোর্ন, 16 জানুয়ারি: অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জয়ী গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল (Rafael Nadal Win Hard Fought 1st Round Match) ৷ তবে নাদালের জয় এদিন স্ট্রেট সেটে আসেনি ৷ এদিন ব্রিটিশ প্রতিপক্ষ জ্যাক ড্রাপারকে চার সেটের ম্যাচে 7-5, 2-6, 6-4, 6-1 ব্যবধানে হারান টুর্নামেন্টের 1 নম্বর বাছাই নাদাল ৷ প্রায় সাড়ে তিনঘণ্টার এই ম্যাচে এদিন রাফাকে নিজের ছন্দে দেখা যায়নি ৷ দ্বিতীয় রাউন্ডে রাফার প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকেনজি ম্যাকডোনাল্ড ৷ অন্যদিকে, টুর্নামেন্টের সাত নম্বর বাছাই রাশিয়ার ড্যানিয়েল মেদভেদেভ মার্কিন প্রতিপক্ষ মার্কস জিরনকে 6-0, 6-1, 6-2 সেটে হারিয়েছেন ৷
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের প্রথম রাউন্ডের ম্যাচ শুরুর আগে থেকেই একাধিক ঘটনা ঘটতে থাকে ৷ ম্যাচ শুরুর আগে হঠাৎই নাদাল তাঁর প্রিয় ব়্যাকেট খুঁজে পাচ্ছিলেন না ৷ এ বিষয়ে তিনি জানিয়েছেন, বল বয় তাঁর ব়়্যাকেট নিয়ে নিয়েছে ৷ যার জের ম্যাচ শুরু হতে দেরি হয় ৷ এদিন প্রথম সেটটি বেশ লম্বা চলে ৷ 7-5 গেমের এই সেটে নাদালকে রীতিমতো নাজেহাল করে দেন ব্রিটিশ প্রতিপক্ষ ৷ এদিন নাদাল 12টি ব্রেক পয়েন্টের মধ্যে 6টিতে জেতেন ৷ ফার্স্ট সার্ভ উইনিং এদিন ছিল 72 শতাংশের মতো ৷ তবে সেকেন্ড সার্ভে তা কমে 57 শতাংশে নেমে যায় ৷