পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Nadal vs Uncle Toni : শেষ ষোলোর লড়াইয়ে ‘নাদাল বনাম নাদাল’, চ্যালেঞ্জের মুখে লাল সুরকির রাজা - Rafael Nadal storms into fourth round

পাঁজরের চোট সারিয়ে খেলতে নেমে ভ্যান দে জাল্ডস্কাপকে স্ট্রেট সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন রাফায়েল নাদাল (Rafael Nadal storms into fourth round) ৷

French Open News
শেষ ষোলোর লড়াইয়ে নাদাল বনাম নাদাল

By

Published : May 28, 2022, 2:25 PM IST

প্যারিস, 28 মে : 14তম রোলাঁ গারো জয়ের লক্ষ্যে আরও একধাপ এগিয়েছেন লাল সুরকির রাজা ৷ ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের বটিক ভ্যান দে জাল্ডস্কাপকে স্ট্রেট সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন রাফায়েল নাদাল ৷ পাঁজরের চোট সারিয়ে খেলতে নেমে এদিন প্রতিপক্ষকে মাত করে স্প্যানিশ টেনিস তারকা জানিয়েছেন, সেরা ম্যাচ খেলে উঠেছেন ৷ নাদালের পক্ষে ম্যাচের ফল 6-3, 6-2, 6-4 (Rafael Nadal storms into fourth round) ৷

শনিবার চতুর্থ রাউন্ডের ম্যাচে কানাডার ফেলিক্স অগার অ্যালিয়াসসিমের মুখোমুখি হবেন 13 বারের ফরাসি ওপেন জয়ী ৷ শুধু ফেলিক্সই নয়, শেষ ষোলোর লড়াইয়ে নাদালের প্রতিপক্ষ থাকবেন আরও একজন ৷ তিনিও নাদাল, এবং ফরাসি ওপেনের সম্রাটের ভুলভ্রান্তি তাঁর থেকে ভাল হয়তো কেউ জানে না ৷ এক বছরের খানিক আগে রাফার কাকা টনি নাদালকে নিজের কোচ হিসেবে নিযুক্ত করেছিলেন বিশ্বের 9 নম্বর টেনিস তারকা ৷ তার কয়েকদিন আগেই পেশাগত চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন কাকা-ভাইপো ৷ ফলে এবার নিজের টেনিস কেরিয়ারে যাঁর পরামর্শে একের পর এক গ্র্যান্ড স্ল্যাম ঘরে তুলেছেন নাদাল, লড়াইটা তাঁর বিরুদ্ধেই ৷

আরও পড়ুন : রোলাঁগারো জয়ের লক্ষ্যে একধাপ এগোলেন নাদাল-জকোভিচ, অঘটন ঘটিয়ে বিদায় ওসাকার

যদিও ফেলিক্সকে কোচিং করালেও একাধিক ম্যাচে রাফার বক্সে বসে গলা ফাটাতে দেখা গিয়েছে টনি নাদালকে ৷ ম্যাচের আগে ফেলিক্স জানিয়েছেন, নাদালের সঙ্গে তাঁর দ্বৈরথের দিন কোর্টে থাকবেন না কোচ ৷ প্রসঙ্গত, এর আগে একবার মুখোমুখি হয়েছিলেন নাদাল-ফেলিক্স ৷ 2019 সালের ওই ম্যাচে শেষ হাসি হেসেছিলেন লাল সুরকির রাজাই ৷ অন্যদিকে, স্ট্রেট সেটে জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছেন জকোভিচও ৷ আলজাজ বিদেনেকে 6-3, 6-3, 6-2 ব্যবধানে হারিয়েছেন সার্বিয়ান তারকা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details