মেলবোর্ন, 17 জানুয়ারি : চোটের কারণে নেই রজার ফেডেরার ৷ আইনি লড়াইয়ে হেরে দেশে ফিরেছেন নোভাক জকোভিচ ৷ সবমিলিয়ে পুরুষ বিভাগে থ্রি-মাস্কেটিয়ার্সের মাত্র একজনই এবার প্রতিনিধিত্ব করছেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে ৷ তিনি রাফায়েল নাদাল ৷ দুই প্রতিদ্বন্দ্বী না-থাকায় কি 2022 অস্ট্রেলিয়ান ওপেন জিতে শিখরে পৌঁছনো অনেক বেশি সহজ হয়ে গেল স্প্যানিশ তারকার জন্য ? সে উত্তর সময় দেবে ৷ তবে 21তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে রড লেভার এরিনায় শুরুটা মেজাজেই করলেন রাফা ৷
মার্কিন প্রতিদ্বন্দ্বী মার্কোস গিরনকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখলেন নাদাল (Rafael Nadal beats Marcos Giron in the first round) ৷ স্প্যানিশ মায়েস্ত্রোর পক্ষে ম্যাচের ফল 6-1, 6-4, 6-2 ৷ দ্বিতীয় রাউন্ডে ওয়াইল্ড কার্ড এন্ট্রি থানাসি কোক্কিনাকিস এবং য্যানিক হাফম্যানের মধ্যে বিজয়ীর মুখোমুখি হবেন তিনি ৷