পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Australian Open 2022 : অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাদাল, শিখর ছুঁতে রাফার চাই আর একটি জয় - Nadal stood one win away from record 21st Grand Slam

রজার ফেডেরার এবং নোভাক জকোভিচকে টপকে 21তম গ্র্যান্ড স্ল্য়াম ক্যাবিনেটে আনতে রাফার দরকার আর একটি জয় (Nadal stood one win away from record 21st Grand Slam) ৷ সেই শিখর ছুঁতে রবিবাসরীয় ফাইনালে স্তেফানোস সিসিপাস বনাম দানিল মেদভেদেভের মধ্যে বিজয়ীর মুখোমুখি হবেন স্প্যানিয়ার্ড ৷

Australian Open 2022
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাদাল, শিখর ছুঁতে রাফার চাই আর একটি জয়

By

Published : Jan 28, 2022, 12:25 PM IST

Updated : Jan 28, 2022, 2:45 PM IST

মেলবোর্ন, 28 জানুয়ারি : পারলেন না মাত্তেও বেরেত্তিনি ৷ ইতালির তরুণ তুর্কিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রাফায়েল নাদাল (Rafael Nadal beats Matteo Berrettini in Australian Open semifinal) ৷ শুক্রবার হাইভোল্টেজ সেমিফাইনালে ইতালির প্রতিদ্বন্দ্বীকে 6-3, 6-2, 3-6, 6-3 সেটে হারালেন স্প্যানিশ টেনিস মায়েস্ত্রো ৷ সবমিলিয়ে রজার ফেডেরার এবং নোভাক জকোভিচকে টপকে 21তম গ্র্যান্ড স্ল্য়াম ক্যাবিনেটে আনতে রাফার দরকার আর একটি জয় (Nadal stood one win away from record 21st Grand Slam) ৷ সেই শিখর ছুঁতে রবিবাসরীয় ফাইনালে স্তেফানোস সিসিপাস বনাম দানিল মেদভেদেভের মধ্যে বিজয়ীর মুখোমুখি হবেন স্প্যানিয়ার্ড ৷

বেরেত্তিনির বিরুদ্ধে একটি সেট খোয়াতে হলেও নাদালের জয় এদিন একপেশেই বলা চলে ৷ সেমিফাইনালে টুর্নামেন্টের সপ্তম বাছাইকে 2 ঘণ্টা 56 মিনিটের লড়াইয়ে পর্যুদস্ত করেন রাফা ৷ সেইসঙ্গে ষষ্ঠবারের জন্য পৌঁছে প্রতিযোগিতার ফাইনালে ৷ প্রথম দু'টি সেটে ইতালির তরুণ তুর্কির একাধিক সার্ভিস ব্রেক করে ম্যাচের দখল নেন 20টি মেজরের মালিক ৷ 6-3 এবং 6-2 ব্যবধানে হেলায় প্রথম দু'টি সেট জিতে নেওয়ার পর মনে করা হচ্ছিল রাফার স্ট্রেট সেটে জয় সময়ের অপেক্ষা ৷

আরও পড়ুন : Australian Open : 42 বছরের খরা কাটিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বার্টি

কিন্তু তৃতীয় সেটে টুইস্ট আনেন ইতালির পাওয়ার সার্ভার বেরেত্তিনি ৷ নাদালের একটি সার্ভিস ব্রেক করে তৃতীয় সেট 6-3 ব্যবধানে জিতে নেন তিনি ৷ দুরন্ত প্রত্যাবর্তনে চতুর্থ সেটের অষ্টম গেমে বেরেত্তিনির সার্ভিস ব্রেক করেন বছর পঁয়ত্রিশের নাদাল ৷ ইতালিয়ানের পক্ষে আর রোখা সম্ভব হয়নি নাদালকে ৷ 6-3 ব্যবধানে চতুর্থ সেটের সঙ্গে ম্যাচও মুঠোয় পুরে নেন 2009-র চ্যাম্পিয়ন ৷ এখন অপেক্ষা রবিবাসরীয় মেগা ফাইনালের ৷

Last Updated : Jan 28, 2022, 2:45 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details