প্যারিস, 4 জুন : 36তম জন্মদিনে 14 বারের জন্য ফরাসি ওপেনের ফাইনালে রাফায়েল নাদাল ৷ যদিও সেমিফাইনালে স্প্যানিয়ার্ডের জয় গতানুগতিকভাবে আসেনি ৷ দুর্ভাগ্যক্রমে শুক্রবার শেষ চারের লড়াইয়ে দ্বিতীয় সেট চলাকালীন কোর্টে গোড়ালি মচকে যায় আলেকজান্ডার জেরেভের ৷ চোট এতটাই গুরুতর ছিল যে ক্র্যাচে ভর দিয়ে কোর্ট দিয়ে মাঠ ছাড়তে হয় জার্মান তারকাকে ৷ অর্থাৎ, প্রতিদ্বন্দ্বীর থেকে ওয়াকওভার পেয়ে আরও একবার প্রিয় লাল সুরকির গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে রাফা (Rafael Nadal reaches French Open final after Alexander Zverev forced to retire with ankle injury) ৷
চলতি রোলাঁ গারোয় সেভাবে এখনও পর্যন্ত কঠিন লড়াইয়ের সামনাসামনি হতে হয়নি নাদালকে ৷ কোয়ার্টারে নোভাক জকোভিচকে হারাতেও চার সেটের বেশি খরচ হয়নি ৷ তবে সেমিফাইনালে লড়াই শেষ পর্যন্ত হলে তা রাফার জন্য যে খুব একটা সুখের হত না, সেটা প্রথম দু'সেটেই বুঝিয়ে দিয়েছিলেন বিশ্বের তিন নম্বর ৷ কারণ চোটগ্রস্ত জেরেভ যখন কোর্ট ছাড়েন তখন ম্যাচের ফল নাদালের দিকে ঢলে থাকলেও তুল্যমূল্য এক লড়াইয়ের সাক্ষী ছিল সেন্টার কোর্ট ৷ দেড় ঘণ্টার কিছু বেশি সময়ে নাদাল প্রথম সেট টাইব্রেকারে জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটও গড়িয়েছিল টাইব্রেকারে ৷