মেলবোর্ন, 16 জানুয়ারি: অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2023) প্রথম দিনেই অঘটন ৷ তবে এই অঘটন মানে টুর্নামেন্টে কোনও ইন্দ্রপতন নয় ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের ব়্যাকেট গায়েব হল গেমস ভিলেজে (Rafael Nadal Racquet Goes Missing ) ৷ স্প্যানিশ মহাতারকা জানিয়েছেন, এক বল বয় তাঁর ব়্যাকেট নিয়ে নিয়েছিল ৷ তাও আবার প্রথম রাউন্ডের ম্যাচের ঠিক আগে ৷ এ নিয়ে অভিযোগও জানিয়েছেন তিনি ৷ ফলে ম্যাচ শুরু হতে দেরি হয় ৷
নাদাল দাবি করেছেন, তাঁর প্রিয় ব়্যাকেটটি রড লেভার এরিনায় নিয়ে নেওয়া হয়েছিল ৷ তাঁর এই দাবি শীঘ্রই আন্তর্জাতিক শিরোনাম হয়ে উঠেছে ৷ এই ঘটনার জেরে ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধও হয়ে যায় ৷ এদিন প্রথম রাউন্ডের ম্যাচে জ্যাক ড্রাপারের বিরুদ্ধে খেলতে নামেন নাদাল ৷ সেই সময়ই এই ঘটনাটি ঘটে ৷ নাদাল ম্যাচ আম্পায়ারের কাছে অভিযোগ করেন, "এক বল বয় তাঁর ব়্যাকেট নিয়ে নিয়েছিল ৷"
অস্ট্রেলিয়ান ওপেনের টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে নাদাল অধৈর্য হয়ে তাঁর র্যাকেট খুঁজছেন ৷ সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, "আমি আমার ব়্যাকেট ফেরত চাই ৷" সেখানে ধারাভাষ্যকে বলতে শোনা গিয়েছে, "সৌভাগ্য যে, এটা একটা বড় ভুল ৷" এই ঘটনায় প্রতিপক্ষ জ্যাক ড্রাপারকে ম্যাচ বিলম্বিত হওয়ার কারণ ব্যাখ্যা করতে দেখা যায় ৷ এর পর তিনি অন্য একটি ব়্যাকেট বের করে খেলা শুরু করেন ৷ যা 2023 অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে নাটকীতায় ভরা মুহূর্তে পরিণত হয়েছিল ৷
আরও পড়ুন:উষ্ণ অভ্যর্থনায় জকোভিচকে স্বাগত জানাল মেলবোর্নের 15 হাজার দর্শক
তবে, এদিনের ম্যাচে নাদালকে তাঁর সেরা ছন্দে দেখা যায়নি ৷ চার সেটের ম্যারাথন ম্যাচে নাদাল 7-5, 2-6, 6-4, 6-1 গেমে ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছেন ৷ এদিন গরমের কারণে জ্যাক ড্রাপারের ক্র্যাম ধরে যায় ৷ তা না হলে, রাফায়েল নাদালের পক্ষে এই ম্যাচ জেতা আরও কঠিন হতে পারত বা তিনি হেরেও জেতে পারতেন ৷ সাড়ে তিন ঘণ্টার বেশি আজকের এই ম্যাচ চলে ৷