পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

French Open 2022 : রোলাঁ গারো জয়ের লক্ষ্যে একধাপ এগোলেন নাদাল-জকোভিচ, অঘটন ঘটিয়ে বিদায় ওসাকার - প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছেন নাওমি ওসাকা

পাঁজরের চোট সারিয়ে খেলতে নেমে জর্ডন থম্পসনকে স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন রাফায়েল নাদাল (Rafael Nadal storms into second round) ৷ ওসিহিতো নিশিওকাকে স্ট্রেট সেটে হারিয়েছেন জকোভিচ ৷ মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছেন নাওমি ওসাকা ৷

French Open News
রোলাঁ গারো

By

Published : May 24, 2022, 8:41 AM IST

Updated : May 24, 2022, 9:22 AM IST

প্যারিস, 24 মে : 14তম রোলাঁ গারো জয়ের লক্ষ্যে একধাপ এগোলেন লাল সুড়কির রাজা ৷ ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে অজি জর্ডন থম্পসনকে স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন রাফায়েল নাদাল ৷ পাঁজরের চোট সারিয়ে খেলতে নেমে এদিন প্রতিপক্ষকে মাত করতে দু'ঘণ্টার খানিক বেশি সময় নিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা ৷ নাদালের পক্ষে ম্যাচের ফল 6-2, 6-2, 6-2 (Rafael Nadal storms into second round) ৷

চলতি ফরাসি ওপেনে তাঁর খেতাব জয়ের সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে 21টি মেজরের মালিক বলেছিলেন, ‘‘টুর্নামেন্ট শুরুর আগে দাঁড়িয়ে আমার নিজেকে কোনওভাবেই ফেভারিট বলে মনে হচ্ছে না ৷ জুতসই প্রস্তুতি নিয়ে এবার আমি এখানে আসতে পারিনি ৷ কারণ মরশুমটা যে দুর্দান্ত ছন্দে শুরু করেছিলাম, পাঁজরের চোট সেই ছন্দে বড় ধাক্কা দিয়েছে ৷ তবে কী হবে কেউ বলতে পারে না ৷’’

আরও পড়ুন : উইম্বলডনে নির্বাসিত রাশিয়া ও বেলারুশ, যোগ হবে না কোনও ব়্যাঙ্কিং পয়েন্ট

যদিও এদিন নাদালকে দেখে একবারও মনে হয়নি চোট সমস্যা কাটিয়ে ফিরেছেন লাল সুড়কির কোর্টের অবিসংবাদী নায়ক ৷ অনায়াস জয়ে থমসনকে দাঁড়াতেই দেননি টেনিস মায়েস্ত্রো ৷ অন্য ম্যাচে জিতেছেন নোভাক জকোভিচও ৷ ওসিহিতো নিশিওকাকে স্ট্রেট সেটে হারিয়েছেন বিশ্বের বর্তমান 1 নম্বর টেনিস তারকা ৷ 6-3, 6-1, 6-0 ফলে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন গতবারের চ্যাম্পিয়ন (Novak Djokovic storms into second round) ৷

অন্যদিকে, নাদালের জয়ের দিনেই মহিলাদের সিঙ্গলসে অঘটন ৷ প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছেন নাওমি ওসাকা ৷ যুক্তরাষ্ট্রের অ্য়ানাডা অ্যানিসিমোভার কাছে স্ট্রেট সেটে হেরেছেন রোলাঁ গারোর তিনবারের রানার্স আপ ৷ 7-5, 6-4 ব্যবধানে জাপানি টেনিস তারকাকে ছিটকে দিয়েছেন অ্যানিসিমোভা (Anisimova downs Osaka) ৷ অন্য ম্যাচে লড়াই করে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, জিতেছেন অ্যাঞ্জেলিক কের্বেরও ৷

পুরুষদের ডাবলসে আজ নামছে রোহন বোপান্না-মাতে মিডলকুপ জুটি ৷ এদিন ইন্দো-ডাচ জুটি মুখোমুখি হবে ভ্যান অ্যাশে-সাসা ওয়েনবার্গের ৷

Last Updated : May 24, 2022, 9:22 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details