পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Nadal-Djokovic slam Wimbledon : উইম্বলডনে নিষিদ্ধ রাশিয়া-বেলারুশের খেলোয়াড়েরা, কড়া সমালোচনায় নাদাল-জকোভিচ - লন্ডনে নিষিদ্ধ রাশিয়া বেলারুশের খেলোয়াড়েরা

যুদ্ধের আবহে নিজেদের সিদ্ধান্তেই অনড় রইল যুক্তরাজ্য সরকার ৷ 27 জুন থেকে 10 জুলাই অবধি অনুষ্ঠিত হতে চলা বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম থেকে দূরেই রাখা হয়েছে রাশিয়া, বেলারুশের খেলোয়াড়দের (Wimbledon Bans Russian Belarus players) ৷ উইম্বলডনের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা রাফায়েল নাদাল, নোভাক জকোভিচের ।

Wimbledon ban on Russian players
উইম্বলডনে নিষিদ্ধ রাশিয়া-বেলারুশের খেলোয়াড়েরা, কড়া সমালোচনায় নাদাল-জকোভিচ

By

Published : May 2, 2022, 11:01 AM IST

লন্ডন, 2 মে : চলতি বছরে উইম্বলডন খেলা হবে না রাশিয়ার দানিল মেদভেদেভ, অ্যানাস্তাসিয়া পোটাপোভা, অ্যানাস্তাসিয়া পাভলুচেঙ্কোভাদের ৷ ঘাসের কোর্টে নেই ভিক্টোরিয়া আজারেঙ্কাও । ইউক্রেনের উপর রাশিয়ার ‘অযাচিত’ আক্রমণের জেরে অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে নেই কোনও রাশিয়ান খেলোয়াড় ৷ খেলতে পারবেন না বেলারুশের খেলোয়াড়রাও ৷ সবমিলিয়ে যুদ্ধের আবহে নিজেদের সিদ্ধান্তেই অনড় রয়েছে যুক্তরাজ্য সরকার (Wimbledon Bans Russian Belarus players) ৷ তারপরেই উম্বলডনের সমালোচনায় সরব হলেন রাফায়েল নাদাল, নোভাক জকোভিচরা ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার খেলোয়াড়দের 'কালো' তালিকাভুক্ত করা শুরু করেছে বিশ্বের একাধিক ক্রীড়া নিয়ামক সংস্থা । নিষিদ্ধ করা হয়েছিল বেলারুশের খেলোয়াড়দেরও । যদিও, 'বিশ্ব নাগরিক' হিসেবে প্রতিযোগিতাগুলিতে খেলার সুযোগ রয়েছে দুই দেশের খেলোয়াড়দের কাছে । গত মাসে সেই পথেই হেঁটেছিল উইম্বলডন কর্তৃপক্ষও । তারপরেই প্রতিবাদ এল গ্রহের দুই অন্যতম শ্রেষ্ঠ টেনিস তারকার থেকে ।

রাফায়েল নাদাল বলেন, "আমার রাশিয়ান বন্ধু, সতীর্থদের সঙ্গে অন্যায় হচ্ছে । যুদ্ধ সংক্রান্ত কোনও বিষয়েই তাঁদের কোনও দোষ নেই, ওরা দায়ী নয় । উইম্বলডন কর্তৃপক্ষের নিজেদের সিদ্ধান্ত বিবেচনা করে দেখা উচিৎ । সরকার এই বিষয়ে ওদের জোর করতে পারে না ।" যদিও 21টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত বদলাতেও পারে ।

ভ্যাক্সিন বাধ্যতামূলক না-হওয়ায় ঘাসের কোর্টে ট্রফির সংখ্যা বাড়ানোর দরজা খুলে গিয়েছে সার্বিয়ান টেনিস তারকা জকোভিচের সামনে । কিন্তু উইম্বলডনে রুশ ও বেলারুশের খেলোয়াড়দের খেলতে না-দেওযার সিদ্ধান্তে উষ্মা প্রকাশ করেছেন শেষ তিনবারের উইম্বলডন চ্যাম্পিয়ন । ভ্যাক্সিন কাঁটায় পড়ে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি জকোভিচ । সেই ঘটনার সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, "দু'টি বিষয় এক নয় । কিন্তু আমাদের মনের অবস্থা একইরকম । এরকম প্রতিযোগিতায় খেলতে না পারাটা খুবই হতাশাজনক । আমি কোনওভাবেই উইম্বলডন কর্তৃপক্ষকে সমর্থন করছি না । যা হচ্ছে তা খুবই অন্যায় ।"

আরও পড়ুন : যুদ্ধের জেরে উইম্বলডনে নেই মেদভেদেভ, লন্ডনে নিষিদ্ধ রাশিয়া-বেলারুশের খেলোয়াড়েরা

যুক্তরাষ্ট্রের ক্রীড়ামন্ত্রী নাইজেল হাডলস্টোন আগেই জানিয়েছিলেন, গতবারের যুক্তরাষ্ট্র ওপেন জয়ীকে ঘোষণা করতে হবে ইউক্রেনে মস্কোর এই আগ্রাসনের নীতির বিরোধী তিনি ৷ একইসঙ্গে তিনি যে ভ্লাদিমির পুতিনের ঘোর বিরোধী, তাও সদর্পে ঘোষণা করতে হবে ৷ তাহলেই দানিলের 2022 উইম্বলডনে খেলার ছাড়পত্রের বিষয়টি বিবেচনা করে দেখবে যুক্তরাজ্য সরকার ৷ একই নিয়ম প্রযোজ্য ছিল বাকি খেলোয়াড়দের ক্ষেত্রেও ৷ শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বরিস জনসনের সরকার ৷ কয়েকদিন আগে কিভে গিয়ে ফের ইউক্রেনের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ৷ সেই হিসেবেই 27 জুন থেকে 10 জুলাই অবধি অনুষ্ঠিত হতে চলা বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম থেকে দূরেই রাখা হল রাশিয়া, বেলারুশের খেলোয়াড়দের ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details