প্যারিস, 21 মে :রাত পোহালেই ফরাসি ওপেনের ঢাকে কাঠি ৷ লাল সুড়কির কোর্টে দাপাদাপি শুরু বিশ্বের তাবড় টেনিস তারকাদের ৷ টানা দু'সপ্তাহ ভরপুর রোমাঞ্চের প্রতীক্ষায় বিশ্বের তামাম টেনিস অনুরাগীরা ৷ ওদিকে রাফায়েল নাদালের লক্ষ্য 14তম রোলাঁ গারো জয় ৷ পাঁজরের চোট সারিয়ে প্রস্তুতি টুর্নামেন্টের মধ্যে দিয়ে প্রিয় গ্র্যান্ড স্ল্যামে নামতে প্রস্তুত স্প্যানিশ টেনিস মায়েস্ত্রো ৷ তবে 2022 ফরাসি ওপেনে কোনওভাবেই ফেভারিট নন তিনি, জানালেন নাদাল নিজেই (Rafael Nadal do not think that he is the favourite to win French Open) ৷
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে শিখরে পৌঁছেছিলেন চলতি বছর জানুয়ারিতে ৷ সেই জয়ের রেশ ধরেই রোলাঁ গারোর প্রথমদিনই কোর্টে নামছেন লাল সুড়কির কোর্টের অবিসংবাদী নায়ক ৷ প্রথম রাউন্ডে সামনে অস্ট্রেলিয়ার জর্ডন থম্পসন ৷ অভিযান শুরুর আগে রাফা বললেন, "এখানে আমার জন্য নতুন কিছু নেই ৷ পরিবেশটা খুব চেনা আমার কাছে ৷ প্রত্যেক বছর রোলাঁ গারোয় আমি আসি নিজের সেরাটা দিতে ৷ যেদিন মনে হবে সেরাটা দেওয়ার মত অবস্থায় নেই, সেদিন আর আসব না ৷"