পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

French Open 2022 : নোভাককে হারিয়ে রোঁলা গারোর সেমিতে ক্লে কোর্টের সম্রাট - নোভাক জকোভিচ

কেরিয়ারের 14তম রোঁলা গারো জেতার লক্ষ্যে আরও একধাপ এগোলেন রাফায়েল নাদাল ৷ ফ্রেঞ্চ ওপেন (French Open 2022) এর কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের সেরা বাছাই নোভাক জকোভিচকে হারালেন তিনি (Rafael Nadal Beats Novak Djokovic to Advance Semi-Final of French Open 2022) ৷ 6-2, 4-6, 6-2, 7-6 (7-4) গেমে চার সেটের ম্যাচে নোভাককে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছলেন নাদাল ৷

Rafael Nadal Beats Novak Djokovic to Advance Semi-Final of French Open 2022
Rafael Nadal Beats Novak Djokovic to Advance Semi-Final of French Open 2022

By

Published : Jun 1, 2022, 9:20 AM IST

প্যারিস, 1 জুন : স্বমহিমায় ক্লে কোর্টের সম্রাট ৷ বিশ্বের 1 নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচকে হারিয়ে ফরাসি ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন রাফায়েল নাদাল ৷ মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাতে রোঁলা গারোর লাল মাটির কোর্টে শুরু থেকেই দাপট দেখান 21টি গ্র্যান্ড স্লাম জয়ী টেনিস তারকা ৷ সার্বিয়ান তারকাকে 6-2, 4-6, 6-2, 7-6 (7-4) সেটে হারান নাদাল (Rafael Nadal Beats Novak Djokovic to Advance Semi-Final of French Open 2022) ৷

রাফায়েল নাদাল এখনও পর্যন্ত 13 বার রোঁলা গারো ট্রফি জিতেছেন ৷ 14তম ট্রফি জিততে আরও একধাপ এগোলেন তিনি (Rafael Nadal Reach to Semi Final of French Open) ৷ এ দিন প্রথম সেট থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন ক্লে কোর্টের সম্রাট ৷ টুর্নামেন্টের এক নম্বর বাছাই নোভাক জকোভিচকে দাপটের সঙ্গে 6-2 গেমে প্রথম সেটে হারান নাদাল ৷ কিন্তু, বিশ্বের এক নম্বর টেনিস তারকা বলে কথা ৷ এত সহজে যে তিনি ময়দান ছাড়বেন না, তা দ্বিতীয় সেটেই বুঝিয়ে দেন নোভাক ৷ 4-6 গেমে দ্বিতীয় সেট নিজের নামে করেন তিনি ৷ তবে, রাফায়েল নাদালের থেকে সেই জয় ছিনিয়ে নিতে লড়াই করতে হয় তাঁকে ৷

তৃতীয় সেটে ফের দুর্দান্তভাবে কামব্যাক করেন নাদাল ৷ কেন তাঁকে ক্লে কোর্টের রাজা উপাধি দেওয়া হয়েছে ? তা হারে হারে টের পাইয়ে দেন স্প্যানিশ তারকা ৷ নোভাককে লাল মাটির স্বাদ উপভোগ করিয়ে 6-2 গেমে তৃতীয় সেট জেতেন রাফায়েল নাদাল ৷ কিন্তু, বিশ্বের দুই সেরা টেনিস তারকার দ্বৈরথ যদি এত সহজে শেষ হয়ে যায়, তা টেনিসপ্রেমী এবং খেলার সঙ্গে অন্যায় করা হয় ৷ আর তা হতেও দেননি নোভাক ৷ চতুর্থ সেটে হারলে, শেষ পর্যন্ত নাদালকে জয়সূচক পয়েন্ট ঘরে তুলতে নাজেহাল করে দেন ৷

আরও পড়ুন : French Open 2022 : নাদালকে হারিয়ে জকোভিচের সামনে রাফা, মেগা ম্যাচে প্রতিপক্ষকে ‘মাটি’ ধরাতে তৈরি দুই তারকাই

চতুর্থ সেটের শুরু থেকেই একে অপরকে সমানে সমানে টক্কর দিচ্ছিলেন নাদাল এবং নোভাক ৷ আর সেই টক্কর চতুর্থ সেটের ফয়সলাকে টাই ব্রেকারে এনে দাঁড় করায় ৷ দুই তারকার 6-6 গেমের পর টাইব্রেকারের লড়াই শুরু হয় ৷ কিন্তু, সেখানে নিজের সেরা খেলাটা দেখান নাদাল ৷ 7-4 গেমে টাইব্রেকার জিতে, 2022 ফ্রেঞ্চ ওপেন (French Open 2022) এর কোয়ার্টার-ফাইনাল নিজের নামে করেন ৷ সেই সঙ্গে 14 তম রোঁলা গারো এবং কেরিয়ারের 22তম গ্র্যান্ড স্লাম জেতার লক্ষ্যে আরও একটা ধাপ এগোলেন রাফায়েল নাদাল ৷ আগামী 3 জুন রোঁলা গারোর দ্বিতীয় সেমিফাইনালে টুর্নামেন্টের 3 নম্বর বাছাই জার্মান টেনিস খেলোয়াড় আলেকজান্ডার জেভরেভের বিরুদ্ধে খেলতে নামবেন রাফায়েল ৷

ABOUT THE AUTHOR

...view details