মেলবোর্ন, 23 জানুয়ারি : ফরাসি প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শুরুতেই যা বেগ পেয়েছিলেন, তাতে মনে হয়নি জয়টা এত সহজে আসবে ৷ তবে স্ট্রেট সেটেই আদ্রিয়ান মান্নারিনো বাধা টপকে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে রাফায়েল নাদাল (Rafael Nadal Cruises Into Australian Open QF) ৷ এই নিয়ে 14 বার ৷ স্প্যানিশ মায়েস্ত্রোর পক্ষে ম্যাচের ফল 7-6 (16/14), 6-2, 6-2 ৷
প্রথম সেটে নাদাল-মান্নারিনো টাইব্রেকার চলল 28 মিনিট 40 সেকেন্ড ধরে ৷ ম্যারাথন সেই টাইব্রেকার জিতে প্রথম সেট পকেটে পুরে নেওয়ার পর আর রোখা যায়নি নাদালকে ৷ পরের দু'টি সেটে রাফা-ঝড়ের সামনে খড়কুটোর মতো উড়ে যান বছর তেত্রিশের ফরাসি ৷ 2 ঘণ্টা 40 মিনিটে চতুর্থ রাউন্ড জিতে রেকর্ড 21তম গ্র্যান্ড স্ল্যামের দিকে আরও একধাপ এগোলেন স্প্যানিশ মহাতারকা ৷