পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Nadal at UCL Final : রিয়ালের 14তম চ্য়াম্পিয়ন্স লিগ জয়ে মেতে 14তম রোলাঁ গারো জয়ের লক্ষ্যে নামবেন নাদাল - Nadal in attendance at UCL final to cheer for Real Madrid

প্যারিসের স্তাদ দে ফ্রান্স স্টেডিয়ামে বেঞ্জেমা-ভিনিসিয়াসদের হয়ে গলা ফাটাতে দেখা গেল রাফায়েল নাদালকে ৷ টেনিস তারকার সামনেই ইউরোপের মসনদে বসল আন্সেলোত্তির ছেলেরা (Rafael Nadal in attendance at Stade de France) ৷

Rafael Nadal at Champions League final
বেঞ্জেমা-ভিনিসিয়াসদের হয়ে গলা ফাটাতে দেখা গেল নাদালকে

By

Published : May 29, 2022, 2:18 PM IST

প্যারিস, 29 মে : প্য়ারিসে চ্যাম্পিয়ন্স লিগের মহারণে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ-লিভারপুল ৷ ঘটনাচক্রে একইসময়ে চলছে ফরাসি ওপেনও ৷ ফলে প্রিয় দলের ম্যাচ দেখতে নাদাল গ্যালারিতে থাকবেন না, তা আবার হয় নাকি (Nadal in attendance at UCL final to cheer for Real Madrid) ?

ভ্যান দে জাল্ডস্কাপকে স্ট্রেট সেটে হারিয়ে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন নাদাল ৷ আজ কানাডার ফেলিক্স অগার অ্যালিয়াসসিমের মুখোমুখি হবেন 13 বারের ফরাসি ওপেন জয়ী ৷ শুধু ফেলিক্সই নয়, শেষ ষোলোর লড়াইয়ে নাদালের তাঁর প্রাক্তন কোচ, কাকা টনি নাদালও ৷ লাল সুরকির রাজার ‘দুর্বলতা’ যার থেকে ভাল কেউ জানেনা ৷ ফলে ধারেভারে এগিয়ে থাকলেও কঠিন ম্যাচে নামবেন রাফা ৷

তার আগের দিনই প্যারিসের স্তাদ দে ফ্রান্স স্টেডিয়ামে বেঞ্জেমা-ভিনিসিয়াসদের হয়ে গলা ফাটাতে দেখা গেল রিয়ালের ঘোষিত ‘সবচেয়ে বড়’ সমর্থককে ৷ গ্রহের অন্যতম সেরা টেনিস তারকা গ্যালারি থেকে চাক্ষুষ করলেন, কীভাবে ব্যাকফুটে চলে গিয়েও ম্যাচে ফিরল তাঁর প্রিয় ক্লাব ৷ ব্রাজিলিয়ান-বেলজিয়ান জুটির লড়াইয়ে ফের ইউরোপের মসনদে বসল আন্সেলোত্তির ছেলেরা ৷

আরও পড়ুন : শেষ ষোলোর লড়াইয়ে ‘নাদাল বনাম নাদাল’, চ্যালেঞ্জের মুখে লাল সুরকির রাজা

একইসঙ্গে আশ্চর্য সমাপতন ৷ প্রিয় দলের 14তম চ্য়াম্পিয়ন্স লিগ জয়ের উচ্ছ্বাসে সামিল হয়ে 14তম রোলাঁ গারো জয়ের কোর্টে নামবেন লাল সুরকির রাজা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details