প্যারিস, 29 মে : প্য়ারিসে চ্যাম্পিয়ন্স লিগের মহারণে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ-লিভারপুল ৷ ঘটনাচক্রে একইসময়ে চলছে ফরাসি ওপেনও ৷ ফলে প্রিয় দলের ম্যাচ দেখতে নাদাল গ্যালারিতে থাকবেন না, তা আবার হয় নাকি (Nadal in attendance at UCL final to cheer for Real Madrid) ?
ভ্যান দে জাল্ডস্কাপকে স্ট্রেট সেটে হারিয়ে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন নাদাল ৷ আজ কানাডার ফেলিক্স অগার অ্যালিয়াসসিমের মুখোমুখি হবেন 13 বারের ফরাসি ওপেন জয়ী ৷ শুধু ফেলিক্সই নয়, শেষ ষোলোর লড়াইয়ে নাদালের তাঁর প্রাক্তন কোচ, কাকা টনি নাদালও ৷ লাল সুরকির রাজার ‘দুর্বলতা’ যার থেকে ভাল কেউ জানেনা ৷ ফলে ধারেভারে এগিয়ে থাকলেও কঠিন ম্যাচে নামবেন রাফা ৷