পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Madhavan Praises Vedaant: খেলো ইন্ডিয়ায় ছেলে বেদান্ত'র সাতটি পদক জয়ে উচ্ছ্বসিত মাধবন - খেলো ইন্ডিয়ায় ছেলে বেদান্তর সাতটি পদক জয়

একাই পাঁচটি সোনা জিতল আর মাধবন পুত্র বেদান্ত মাধবন ৷ পাশাপাশি দু'টি রুপোর পদকও পেয়েছে সে ৷ খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2023-এ সাতটি পদক জিতে নজির গড়ল বেদান্ত ৷ এর আগে সাঁতারে একাধিক পদক জিতেছে বেদান্ত। এবার ফের একবার শিরোনামে মাধবন পুত্র। আর ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত বাবা (Madhavan Praises Vedaant) ৷

Madhavan Praises Vedaant
বেদান্তর সাতটি পদক জয়ে উচ্ছ্বসিত মাধবন

By

Published : Feb 12, 2023, 10:09 PM IST

মুম্বই, 12 ফেব্রুয়ারি:এতদিনে অনেকেই জেনে গিয়েছেন, বেদান্ত (Vedaant Madhavan) একজন দক্ষ সাঁতারু। ভবিষ্যতের তারকা হয়ে ওঠার সমস্ত সম্ভাবনা রয়েছে তার মধ্যে। ইতিমধ্যে দেশের হয়ে একাধিক পদক এনেছে মাধবন (R Madhavan) পুত্র বেদান্ত। এবার খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2023-এও (Khelo India-2023) সাত সাতটি পদক জিতল বেদান্ত। পাঁচটি সোনা ও দু'টি রুপোর পদক পেয়েছে সে ৷ আর ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত বাবা মাধবন ৷ সোশাল মিডিয়ায় ছেলের প্রশংসায় পঞ্চমুখ গর্বিত মাধবন ৷

বাবা ফিল্ম জগতের চেনা মুখ। এক ডাকেই সবাই চেনে এই দক্ষ অভিনেতা আর মাধবনকে। সম্ভবত দেখা যায়, অভিনেতার সন্তানরা তার বাবা বা মায়ের মতো অভিনয়ের পথ বেঁছে নেয় কিন্তু মাধবন ছেলে বেদান্তের ক্ষেত্রে তা সম্পূর্ণ ভিন্ন। বাবার পথে না-হেঁটে নিজের আলাদা পরিচয় তৈরি করেছে একজন সাঁতারু হিসাবে। রুপোলি জগৎ যে তার জায়গা নয়, তা বুঝিয়ে দিয়েছে আগেই। আর এবার নিজের জায়গাতেই তার দাপট দেখাচ্ছে বেদান্ত মাধবন ৷ ছেলের এই জয়ে মাধবনের খুশি দ্বিগুন ৷ বেদান্তর পদক জয়ের ছবিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি ৷

মাধবনের করা টুইটে বেদান্তকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। একজন লিখেছেন, 'গর্বিত বাবা। যখনই মাধবনকে ছেলের সঙ্গে দেখি মনটা খুশিতে ভরে ওঠে ।" অন্য একজন লিখেছেলন, "কে বলেছে স্টারকিড মানেই তাঁরা অহংকারী হবে। বাচ্চাকে তো এভাবেই বড় করা উচিত। অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে তার কাছ থেকে।" অন্যদিকে, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার জন্য তিনি টুর্নামেন্টে মহারাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্বকারী দলকেও অভিনন্দন জানিয়েছেন। দলটি মোট 161টি পদক জিতে নিয়েছে। এর মধ্যে রয়েছে 56টি সোনা, 55টি রুপো এবং 50টি ব্রোঞ্জ পদক। মাধবন লিখেছেন, "মহারাষ্ট্র টিমকে শুভেচ্ছা 2টি ট্রফির জন্য। একটি ছেলেদের দলের সাঁতারে অসাধারণ পারফরম্যান্স, অপরটি মহারাষ্ট্র দলের হাতে 'ওভারঅল চাম্পিয়নশিপ ট্রফি'র জন্য।"

আরও পড়ুন:খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসের তৃতীয় সংস্করণের উদ্বোধনে অনুরাগ ঠাকুর

প্রসঙ্গত, বেদান্ত কেরিয়ার গড়েছে সাঁতারে। অলিম্পিকে অংশ নেওয়ার ইচ্ছে আছে মাধবনের ছেলের । 2021 সালে ছেলের সাঁতার প্রশিক্ষণ যাতে সঠিক হয় তা নিশ্চিত করতে দুবাইতেও ছিলেন অভিনেতা ও তাঁর স্ত্রী। গত বছর ড্যানিশ ওপেনে স্বর্ণপদক জিতে খবরে এসেছিল বেদান্ত। প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রানাওয়াতের মতো তারকারা সেই সময় প্রশংসা করেছিলেন ম্যাডি-পুত্রের। এক সাক্ষাৎকারে এর আগে বেদান্তকে বলতে শোনা গিয়েছিল, "আমি আমার বাবার ছায়ায় থাকতে চাই না। আমি নিজের নাম করতে চেয়েছিলাম। শুধুমাত্র আর মাধবনের ছেলে হতে চাইনি। বাবা-মা আমার দেখাশোনার জন্য অনেক আত্মত্যাগ করেছেন। যার মধ্যে সবথেকে বড় হল আমাকে নিয়ে দুবাইতে চলে যাওয়া।"

ABOUT THE AUTHOR

...view details