কলকাতা, 15 জুলাই: কলকাতা লিগে (CFL 2022) ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের চিরাচরিত লড়াই দেখা যাবে কিনা, তা স্পষ্ট নয় ৷ সবুজ-মেরুন কথার জাল ফেলে আইএফএ এর সামনে প্রকৃত সত্যটা বলছেন না। ইস্টবেঙ্গল কর্তারাও পরিস্থিতি বিচার করে কলকাতা লিগে অংশগ্রহণের ব্যাপারে সময় নেওয়ার খেলায় নেমেছেন ৷ দুই প্রধানের এই টালবাহানার জেরে সমস্যায় পড়েছে আইএফএ (Question Over Participation of East Bengal-Mohun Bagan in Calcutta Football League) ৷ বৃহস্পতিবার স্কুল ফুটবলের সাংবাদিক সম্মেলনে আইএফএ সচিব এ নিয়ে জানান, বিষয়টি নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি নয় তাঁরা ৷ অন্যদিকে, মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু তাঁর ক্লাবের বর্তমান অবস্থানের পক্ষেই সওয়াল করলেন ৷
এ নিয়ে সৃঞ্জয় বসু বলেন, ‘‘আইএফএ-কে বছরের শুরুতেই সূচি ঠিক করে ফেলতে হবে। তা হলেই কলকাতা লিগ নিয়ে প্রতি বছর যে জটিলতা তৈরি হচ্ছে তা মিটে যেতে পারে। শুধু শুধু ক্লাব কর্তাদের দোষ দিয়ে লাভ নেই।’’ কলকাতা লিগ প্রসঙ্গে বর্তমান মোহনবাগান সচিব দেবাশিস দত্তের পাশে এভাবেই দাঁড়ালেন সৃঞ্জয় বসু। কলকাতা লিগে দুই বড় দলের খেলা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা এখনও কাটেনি ৷ 7 সেপ্টেম্বর কলকাতায় এএফসি কাপের ম্যাচ রয়েছে এটিকে মোহনবাগানের ৷ সঙ্গে রয়েছে ডুরান্ড কাপ। এর মধ্যে কলকাতা লিগ। ফলে এটিকে মোহনবাগানের পক্ষে দল নামান মুশকিল বলেই মনে করছে বিশেষজ্ঞমহল ৷
বৃহস্পতিবার কলকাতা স্কুল ফুটবল লিগের অনুষ্ঠানে এসে সৃঞ্জয় বসু বলেন, ‘‘মোহনবাগান বা ইস্টবেঙ্গল কখনওই হারার জন্য খেলতে নামে না ৷ সমর্থক হিসেবে আমি সবসময় চাইব সেরা দল মাঠে নামুক। তাই যেমন তেমন দল কলকাতা লিগে নামিয়ে দেওয়ার পক্ষে আমি নই। ইস্টবেঙ্গলের অন্য সমস্যা রয়েছে। সেই বিষয় আমি কিছু বলব না। তবে আইএফএ কলকাতা লিগ চালু করতে দেরি করেছে। তাদের কিছু সমস্যা ছিল। এর সঙ্গেই এটাও মাথায় রাখতে হবে, আইএফএ নিজেদের সমস্যার জন্য লিগ পিছতে পারে ৷ তবে, ক্লাবের সমস্যাটাও আইএফএ-কে বুঝতে হবে ৷’’
আরও পড়ুন:East Bengal: দলগঠন করতে দ্রুত ইমামির সঙ্গে চুক্তি সইয়ে জোর ইস্টবেঙ্গলের