পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA Worls Cup 2022: মার'কাতারি' বিশ্বকাপের পর কেরিয়ারে ইতি টানবেন যাঁরা

প্রদীপের নীচে অন্ধকারের মতোই কাতার বিশ্বকাপের পর বুটজোড়া তুলে রাখবেন এমন একঝাঁক তারকা, যাঁদের নাম আন্দোলিত হয় অনুরাগীদের শ্বাস-প্রশ্বাসে (Qatar will be the last WC for number of star footballers) ৷ লিকায় যেমন রয়েছেন বাঁ-পায়ের জাদুকর লিয়োনেল মেসি (Lionel Messi), পর্তুগিজ ফুটবল মায়েস্ত্রো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) থেকে শুরু করে ক্রোটদের বহুযুদ্ধের নায়ক লুকা মদ্রিচ (Luka Modric) ৷

By

Published : Nov 16, 2022, 10:30 PM IST

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 16 নভেম্বর: গ্রহের ফুটবলজনতার 'সকার' হতে বাকি আর মাত্র কয়েকঘণ্টা ৷ চোখ ধাঁধানো ড্রিবল, দূরপাল্লার শটে গোল, কড়া ট্যাকল কিংবা দক্ষতার শীর্ষে গিয়ে তেকাঠির নীচে গোলরক্ষকদের দুরন্ত ক্ষিপ্রতা যে ফের ঘুম কাড়বে অনুরাগীদের, তা বলাই বাহুল্য ৷ বরাবরের মতো 'জিরো' থেকে হিরো হবেন অনেকে, আবার প্রত্যাশায় সিলমোহর চড়াতে না-পেরে হতাশ করবেন তথাকথিত নায়করা ৷ সে যাইহোক, মরুদেশে বিশ্বকাপ যে মার'কাতারি' হতে চলেছে, সে বিষয়ে সন্দেহ নেই ৷ তবে প্রদীপের নীচে অন্ধকারের মতোই কাতার বিশ্বকাপের পর বুটজোড়া তুলে রাখবেন এমন একঝাঁক তারকা, যাঁদের নাম আন্দোলিত হয় অনুরাগীদের শ্বাস-প্রশ্বাসে (Qatar will be the last WC for number of star footballers) ৷

20 নভেম্বর থেকে শুরু হতে চলা সাতাশ দিনের ফুটবলযজ্ঞের শেষে অবসরের আগাম ঘোষণা অনেকেই সেরে ফেলেছেন ৷ অনেকের ক্ষেত্রে তা কেবল সময়ের অপেক্ষা ৷ তালিকায় যেমন রয়েছেন বাঁ-পায়ের জাদুকর লিয়োনেল মেসি (Lionel Messi), পর্তুগিজ ফুটবল মায়েস্ত্রো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) থেকে শুরু করে ক্রোটদের বহুযুদ্ধের নায়ক লুকা মদ্রিচ (Luka Modric) ৷ কাতার আর কার কেরিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক ৷

লিয়োনেল মেসি: আর্জেন্তিনার জার্সিতে 90টি আন্তর্জাতিক গোল করা লিয়োনেল মেসি ইতিমধ্যেই জানিয়েছেন কাতারই তাঁর শেষ বিশ্বকাপ ৷ সমালোচকরা বলছেন, মেসির হাতে কাপ উঠলে সেটাই হবে কাতার বিশ্বকাপের মধুরেণ সমাপয়েৎ।

ম্যানুয়েল ন্যুয়ের: 36 বছর বয়সি জার্মান দুর্গের শেষ প্রহরী ম্যানুয়েল ন্যুয়েরও এই তালিকার অন্যতম সদস্য ৷ তিনিও ঘোষণা করে দিয়েছেন এটাই তাঁর শেষ বিশ্বকাপ। কাতারের বিশ্বকাপে পঞ্চমবার সেরা হওয়ার লড়াইয়ে নামছে জার্মানি। সেই দলের গোলরক্ষার করার দায়িত্ব থাকবে 2014 গোল্ডেন গ্লাভ বিজয়ীর হাতে ৷

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো:গ্রহের অন্যতম সেরা ফুটবলার তথা পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আপাতত 37 ৷ তাই ঘোষণা না-করলেও কাতার যেসিআর সেভেনেরশেষ বিশ্বকাপ, তা জানতে অতি বড় ফুটবল বোদ্ধা হওয়ার প্রয়োজন পড়ে না ৷ এবারেও তাঁর কাঁধে অধিনায়কত্বের ব্যাটন সঁপে দলঘোষণা করেছে পর্তুগাল ৷ তাই আর্জেন্তিনা যেমন মেসির জন্য, ঠিক তেমনভাবে পর্তুগাল চাইবে রোনাল্ডোর জন্য কাতারে উজাড় করে দিতে ৷

লুইস সুয়ারেজ: উরুগুয়ে তারকা সুয়ারেজও খুব সম্ভবত কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন। বছর চৌত্রিশের উরুগুয়ে স্ট্রাইকার 2010 বিশ্বকাপে অনুরাগীদের নজরে আসেন। যদিও তাঁর পারফরম্যান্সের গ্রাফ অনেকটাই নেমে গিয়েছে। তাই ন্যাশিওনাল তারকাকে নিয়ে খুব একটা প্রত্যাশীও নন অনুরাগীরা ৷

আরও পড়ুন:যে ছ'টি দেশ আয়োজক হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে

লুকা মদ্রিচ: রাশিয়া বিশ্বকাপের নায়ক, ক্রোট তারকা লুকা মদ্রিচেরও শেষ বিশ্বকাপ কাতার। আর সেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই মিডফিল্ডার। রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল লুকা মদ্রিচের।

টমাস মুলার: এটা শেষ বিশ্বকাপ হতে পারে টমাস মুলারেরও। এখনও পর্যন্ত বিশ্বকাপে 10টি গোল করা মুলার কাতারে ছুঁয়ে ফেলতে পারেন স্বদেশী মিরোস্লাভ ক্লোজেকে।

নেইমার: অবসরের বয়স না-এলেও নেইমারও কাতারে শেষ বিশ্বকাপ খেলার কথা ঘোষণা করেছেন। মাত্র তিরিশে তাঁর এই ইঙ্গিতে অভিনবত্ব রয়েছে। মনে রাখা ভালো তিরিশ বছর বয়সে ফুটবল সম্রাট পেলে তিনটি বিশ্বকাপ জয় সম্পূর্ণ করে ইতি টেনেছিলেন। নেইমার বিশ্বকাপ জিতলে ব্রাজিলের দু'দশকের খরা কেবল কাটবে না, নেইমারও কিংবদন্তিদের সঙ্গে বসবেন একাসনে।

ABOUT THE AUTHOR

...view details