পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Gopichand on PV Sindhu: আগামী ছ'মাসের মধ্যে ফর্মে ফিরবেন সিন্ধু, বিশ্বাসী গোপীচাঁদ - পুল্লেলা গোপীচন্দ

অফ-ফর্মে চলছেন পিভি সিন্ধু ৷ চোট সারিয়ে ফেরার পর তৃতীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি ৷ আর গতকাল সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন ৷ তবে, ছাত্রীকে নিয়ে চিন্তিত নন দ্রোণাচার্য কোচ পুল্লেলা গোপীচন্দ ৷

Gopichand on PV Sindhu ETV BHARAT
Gopichand on PV Sindhu

By

Published : Jun 7, 2023, 7:58 PM IST

কলকাতা, 7 জুন: পিভি সিন্ধুর ফর্ম নিয়ে চিন্তিত নন জাতীয় ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপীচাঁদ ৷ জানালেন তাঁর প্রাক্তন ছাত্রীর বয়স এই মুহূর্তে 27 বছর ৷ তাই এখনই তাঁর ফর্ম পড়ে যাওয়ায় কোনও চিন্তার কারণ খুঁজে পাচ্ছেন না জাতীয় দলের কোচ ৷ উল্লেখ্য, দু’বারের অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু চোট সারিয়ে ফেরার পর থেকে ফর্ম হাতড়ে বেরাচ্ছেন ৷ মালয়েশিয়ান মাস্টার্সের সেমিফাইনালে হেরে গিয়েছিলেন ৷ তার পর মঙ্গলবার সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ডে 1 নম্বর ব়্যাঙ্কিং আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে ম্যাচ হারেন তিনি ৷

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে গোপীচাঁদ বলেন, ‘‘ওর বয়স সবে 26-27 বছর ৷ এই বয়সে ফর্ম নিয়ে চিন্তার কোনও কারণ নেই ৷’’ গোপীচাঁদ তাঁর ছাত্রীর পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী ৷ জানালেন, আগামী 6-8 মাসের মধ্যে সিন্ধু ফের শীর্ষে উঠে আসবে ৷ কারণ, চোটের পর মালয়েশিয়ান ওপেনে ফিরে সেমিফাইনালে ওঠা যথেষ্ট ইতিবাচক বলে মনে করছেন গোপীচাঁদ ৷ তাই ভবিষ্যতে সিন্ধু আবারও তাঁর সেরা খেলাটা খেলবেন বলে জানান দ্রোণাচার্য কোচ ৷

2016 সালে রিও অলিম্পিকে রুপোর পদক জেতেন পিভি সিন্ধু এবং 2020 টোকিয়োতে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতীয় এই শাটলার ৷ তবে, সাম্প্রতিক অতীতে প্রায় 4 মাস চোটের কারণে কোর্টের বাইরে ছিলেন সিন্ধু ৷ চলতি মরশুমে এখনও পর্যন্ত মাদ্রিদে স্পেন মাস্টার্সের ফাইনাল খেলেছেন তিনি ৷ তারপর মালয়েশিয়ান মাস্টার্সের সেমিফাইনালে উঠেছিলেন তিনি ৷ চলতি মরশুমেই এই দু’টিই তাঁর সেরা পারফরম্যান্স এখনও পর্যন্ত ৷ কিন্তু, বুধবার সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিতে হল তাঁকে ৷

আরও পড়ুন:মালয়েশিয়া মাস্টার্সে ফাইনালে প্রণয়, বিদায় সিন্ধুর

গোপীচাঁদ সিন্ধুকে মাত্র 10 বছর বয়স থেকে প্রশিক্ষণ দিয়ে এসেছেন ৷ যতদিন না তিনি অলিম্পিক্সে পদক জেতেন ৷ ততদিন সিন্ধুকে গাইড করে গিয়েছেন ৷ তাই দীর্ঘ সময় ধরে দেখা নিজের ছাত্রীর উপর বিশ্বাস রয়েছে পুল্লেলা গোপীচন্দের ৷ তাঁর কথায়, একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়ের উপর সবসময় অনুরাগীদের প্রত্যাশার চাপ থাকে ৷ সেই চাপ সামলে সফল হতে হয় ৷ তার মধ্যে চোট-আঘাত সেই লড়াইকে আরও কঠিন করে দেয় বলে জানান তিনি ৷ ফলে সিন্ধুর তাঁর পুরনো ফর্মে ফিরতে কয়েকমাস সময় লাগবে বলে জানান তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details