বাসেল, 27 মার্চ : 16 বারের সাক্ষাতে জয় 15 বার ৷ 2019 হংকং ওপেনে হারতে হয়েছিল একবারই ৷ থাইল্যান্ডের বুসানন অংবামরুংফানের বিরুদ্ধে ঈর্ষণীয় পরিসংখ্যানকে সঙ্গী করেই রবিবার সুইস ওপেনের ফাইনালে নেমেছিলেন পুসারলা ভেঙ্কট সিন্ধু ৷ পরিসংখ্যানে মান্যতা দিয়ে কেরিয়ারের প্রথম সুইস ওপেন ঘরে তুললেন অলিম্পিকসে জোড়া পদকজয়ী হায়দরাবাদি শাটলার (PV Sindhu Wins Her Maiden Swiss Open Title) ৷ থাই শাটলারকে সিন্ধু হারালেন স্ট্রেট সেটে ৷
গতবার ফাইনালে উঠেও লক্ষ্যপূরণ হয়নি ৷ এবার অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে ভুল শুধরে খেতাব ঘরে আনলেন টোকিয়ো অলিম্পিকসের ব্রোঞ্জজয়ী ৷ মাত্র 49 মিনিটের লড়াইয়ে ভারতীয় শাটলারের পক্ষে ম্যাচের ফল 21-16, 21-8 (Sindu beats Busanan in straight set) ৷ প্রথম গেমে সিন্ধুকে ভালই লড়াই দেন থাই শাটলার ৷ বিরতিতে মাত্র দু'পয়েন্টে পিছিয়ে ছিলেন বুসানন ৷ কিন্তু বিরতির পর খেলার রাশ ধীরে-ধীরে হাতে নিয়ে নেন সিন্ধু ৷ অলিম্পিকসে টানা দু'বারের পদকজয়ীকে অ্যাওয়ে ফ্রম কোর্ট খেলানোর চেষ্টায় থাকলেও সফল হননি বুসানন ৷