পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Messi Suspended by PSG: কড়া শাস্তি! অনুমতি ছাড়া সৌদি সফরে যাওয়ায় মেসিকে সাসপেন্ড করল পিএসজি - সৌদি আরব সফর

নজিরবিহীন ঘটনা! ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরব সফরে গিয়েছিলেন লিওনেল মেসি ৷ তাই তাঁকে শাস্তি দিল পিএসজি ৷ দু'সপ্তাহের জন্য মেসিকে সাসপেন্ড করা হল ৷ তার ফলে পরবর্তী দু'টি ম্যাচ তিনি খেলতে পারবেন না ৷

Messi Suspended by PSG
মেসিকে সাসপেন্ড করল পিএসজি

By

Published : May 3, 2023, 9:21 AM IST

প্যারিস, 3 মে:বিশ্ব ফুটবলের এক প্রতিষ্ঠানের নাম লিওনেল মেসি। মেসি মানেই শেষ কথা। কিন্তু নিয়ম সকলের জন্য এক । সেটাই বুঝিয়ে দিলেন প্যারিসের নামী ক্লাবের কর্তারা। ক্লাবের অনুমতি ছাড়া 2 দিনের জন্য স্বপরিবারে সৌদি আরবে গিয়েছিলেন ৷ আর অনুমতি না-নিয়ে যাওয়ায় বিরাট শাস্তির মুখে পড়তে হল লিওকে। সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, প্যারিস সেন্ট জার্মেই 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করেছে এই বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন অধিনায়ককে ৷

2 সপ্তাহ সাসপেন্ড থাকায় পিএসজির পরবর্তী দু'টি ম্যাচ খেলতে পারবেন না ৷ এই সাসপেনশন চলাকালীন বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সঙ্গে অনুশীলনেও যোগ দিতে পারবেন না । সেইসঙ্গে লিও'র সাসপেনশন চলাকালীন কোনও অর্থ প্রদান করা হবে না। পিএসজি কোচ ক্রিস্টোফার গাইতিয়ে নিজেই ক্লাব কর্তাদের কাছে মেসির বিরুদ্ধে ক্লাবের নির্দেশ ভাঙার অভিযোগ জানান। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, কঠোর শাস্তি দেওয়া হবে মেসিকে ৷

উল্লেখ্য, গত রবিবার লিগ ওয়ানে ঘরের মাঠে লরিয়েন্তের কাছে 3-1 গোলে হেরে যায় পিএসজি ৷ সেই ম্যাচে খেলেন বিশ্বকাপজয়ী মহাতারকা মেসি। তারপর ব্যবসায়িক কারণে সৌদিতে চলে যান। কিন্তু ম্যাচে হেরে যাওয়ায় খেলোয়াড়দের ছুটি বাতিল করে দেন পিএসজি কোচ। আচমকা ছুটি বাতিল হওয়ায় ফ্যাসাদে পড়ে যান মেসি। কিন্তু সৌদিতে যাওয়া আগে থেকে ঠিক থাকায় প্যারিসে থাকতে পারেননি।

আরও পড়ুন:আর্জেন্তিনার জার্সিতে 100 আন্তর্জাতিক গোল লিওনেল মেসির

35 বছর বয়সী কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের অধিনায়ক স্বপরিবারে গিয়েছিলেন সৌদি আরবে। পর্যটন প্রচারের জন্য সৌদি আরবের সঙ্গে বাণিজ্যিক চুক্তি হয়েছে তাঁর। আরবের পর্যটন বিভাগের হয়ে প্রচারও করতে দেখা গিয়েছে লিওকে ৷ সৌদির পর্যটন মন্ত্রক থেকে একাধিক ছবি পোস্ট করে মেসিকে সেদেশ স্বাগত জানানো হয়েছে ৷

প্রসঙ্গত, পিএসজির জার্সিতে মেসির 2 বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আর কিছুদিন পরেই। অনেকেই ভাবছেন, ফুটবলের রাজপুত্রকে সাসপেন্ড করে দেওয়ায় তিনি হয়ত ক্লাব ছেড়ে দেবেন ৷ শোনা যাচ্ছে বার্সেলোনা ফের তাঁকে দলে নেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে আগামী মরশুমে কোন দলের হয়ে খেলেন লিও, সেটাই দেখার।

ABOUT THE AUTHOR

...view details