প্যারিস, 3 মে:বিশ্ব ফুটবলের এক প্রতিষ্ঠানের নাম লিওনেল মেসি। মেসি মানেই শেষ কথা। কিন্তু নিয়ম সকলের জন্য এক । সেটাই বুঝিয়ে দিলেন প্যারিসের নামী ক্লাবের কর্তারা। ক্লাবের অনুমতি ছাড়া 2 দিনের জন্য স্বপরিবারে সৌদি আরবে গিয়েছিলেন ৷ আর অনুমতি না-নিয়ে যাওয়ায় বিরাট শাস্তির মুখে পড়তে হল লিওকে। সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, প্যারিস সেন্ট জার্মেই 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করেছে এই বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন অধিনায়ককে ৷
2 সপ্তাহ সাসপেন্ড থাকায় পিএসজির পরবর্তী দু'টি ম্যাচ খেলতে পারবেন না ৷ এই সাসপেনশন চলাকালীন বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সঙ্গে অনুশীলনেও যোগ দিতে পারবেন না । সেইসঙ্গে লিও'র সাসপেনশন চলাকালীন কোনও অর্থ প্রদান করা হবে না। পিএসজি কোচ ক্রিস্টোফার গাইতিয়ে নিজেই ক্লাব কর্তাদের কাছে মেসির বিরুদ্ধে ক্লাবের নির্দেশ ভাঙার অভিযোগ জানান। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, কঠোর শাস্তি দেওয়া হবে মেসিকে ৷
উল্লেখ্য, গত রবিবার লিগ ওয়ানে ঘরের মাঠে লরিয়েন্তের কাছে 3-1 গোলে হেরে যায় পিএসজি ৷ সেই ম্যাচে খেলেন বিশ্বকাপজয়ী মহাতারকা মেসি। তারপর ব্যবসায়িক কারণে সৌদিতে চলে যান। কিন্তু ম্যাচে হেরে যাওয়ায় খেলোয়াড়দের ছুটি বাতিল করে দেন পিএসজি কোচ। আচমকা ছুটি বাতিল হওয়ায় ফ্যাসাদে পড়ে যান মেসি। কিন্তু সৌদিতে যাওয়া আগে থেকে ঠিক থাকায় প্যারিসে থাকতে পারেননি।