নয়াদিল্লি, 30 মে: প্রতিবাদের নয়া ভাষা ৷ তাঁদের প্রতি অন্যায়ের প্রতিবাদ স্বরূপ মঙ্গলবার গঙ্গায় পদক বিসর্জন দেওয়ার কথা জানালেন আন্দোলনকারী কুস্তিগীররা ৷ মঙ্গলবার অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া তাঁর টুইটারে একটি পোস্ট করেছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, গঙ্গা দশহারার দিন তাঁরা তাঁদের সব পদক গঙ্গায় বিসর্জন দেবেন ৷ এমনকী আমরণ অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা ৷ বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে একাংশ মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তার অভিযোগে পুলিশ প্রশাসন অতিসক্রিয় ভূমিকা নিয়েছে ৷ এমনকি গত রবিবার যন্তর মন্তর থেকে তাঁদের টেনে-হিঁচড়ে সরিয়ে দেওয়ার হয় ৷ যে ঘটনার প্রতিবাদে এই চরম পদক্ষেপের কথা জানিয়েছেন আন্দোলনকারী কুস্তিগীররা ৷
বজরং পুনিয়া তাঁর টুইটারে করা পোস্টে জানিয়েছেন, দেশের হয়ে জেতা পদকগুলি গঙ্গায় বিসর্জন দেওয়া ছাড়া তাঁদের কাছে কোন বিকল্প পথ খোলা নেই ৷ যেখানে কুস্তিগীরদের দীর্ঘ আন্দোলনের পরেও কেন্দ্রের বিজেপির সরকার তাঁদের সাংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারেনি ৷ এই কঠিন পদক্ষেপ নেওয়ার পিছনে আরও একাধিক কারণের কথা উল্লেখ করেছেন বজরং পুনিয়া ৷ কোনও অপরাধ না-করা সত্ত্বেও প্রতি মুহূর্তে দিল্লি পুলিশ তাঁদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ এমনকী সংবাদ মাধ্যমের একটি অংশে তাঁদেরকে খলনায়ক করে দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি ৷
আরও পড়ুন:'ধোনিকে অভিনন্দন', নিজেদের প্রাপ্য সম্মানের আক্ষেপ সাক্ষীর গলায়