হরিদ্বার, 30 মে: পূর্বঘোষণা মতোই মঙ্গলবার বিকেলে হরিদ্বারের গঙ্গায় দেশের নাম উজ্জ্বল করে গলায় ঝোলানো পদক ভাসিয়ে দিতে জমায়েত হয়েছিলেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা ৷ ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছিল দেশবাসী ৷ এমন সময় মুশকিল আসান হলেন কৃষক নেতা নরেশ টিকাইত ৷ দেশের গর্ব, আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করা পালোয়ানদের শেষমেশ বোঝাতে সক্ষম হলেন তিনি ৷ দশহরার সন্ধেয় হরিদ্বারের গঙ্গায় পদক ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা ৷
তবে এই 'ইউ-টার্ন' মানে ব্রিজভূষণের বিরুদ্ধে সোচ্চার হওয়া থেকে সরে আসা নয় ৷ বরং সুর চড়িয়ে সরকারকে পাঁচদিনের সময়সীমা বেঁধে দিলেন সোনার ছেলেমেয়েরা ৷ এই সময়ের মধ্যে যৌন হেনস্তার দায়ে অভিযুক্ত জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং'য়ের বিরুদ্ধে ফের দৃঢ় পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিলেন তাঁরা ৷ বিকেইউ সভাপতি নরেশ টিকাইত এদিন হরিদ্বারে গঙ্গাতীরে জড়ো হওয়া কুস্তিগীরদের থেকে পদক ফিরিয়ে নিয়ে পাঁচদিনের সময় চেয়ে নেন ৷