পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Premier League : গুয়ার্দিওলা না ক্লপ, প্রিমিয়র লিগ তুমি কার ? - Liverpool will face Wolves

লিগের শেষ ম্যাচে 90 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পেপ গুয়ার্দিওলার ম্যান সিটি খেলবে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে (Man City will play against Aston Villa) ৷ একইসময়ে 89 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থাকা লিভারপুল মুখোমুখি হবে উলভসের (Liverpool will face Wolves) ৷

Premier League News
প্রিমিয়র লিগ তুমি কার ?

By

Published : May 22, 2022, 2:25 PM IST

Updated : May 22, 2022, 3:05 PM IST

লন্ডন, 22 মে : প্রিমিয়র লিগের শেষদিন ৷ রবিবার রয়েছে 10টি ম্যাচ ৷ মাঠে নামবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল ৷ কিন্তু ফুটবলপ্রেমীদের আজ নজর থাকবে টেবিল টপারদের দিকেই ৷ এই মুহূর্তে ম্যাঞ্চেস্টার সিটির থেকে মাত্র 1 পয়েন্ট দূরে রয়েছে লিভারপুল ৷ ফলে এদিন প্রিমিয়র লিগ ঘরে তুলতে মরিয়া দুই দলই (Premier League set for dramatic final day) ৷

এতিহাদে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে নামছে ম্যান সিটি ৷ অন্যদিকে, অ্যানফিল্ডে উলভসের মুখোমুখি হচ্ছে লিভারপুল ৷ 37 ম্যাচে 90 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গুয়ার্দিওলার ছেলেরা ৷ পাশাপাশি 89 পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে য়ুর্গেন ক্লপের দল ৷ ফলে এদিন লিগ জেতার সুযোগ রয়েছে দুই দলের কাছেই ৷

এফএ কাপ জয়ের রেশ ধরে সাউদাম্পটনকে হারিয়ে প্রিমিয়র লিগের খেতাবি লড়াই লিগের শেষদিন পর্যন্ত জিইয়ে রেখেছে ‘দ্য রেডস’রা ৷ চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে সিটিকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ ৷ ফাইনালে সেই লিভারপুলেরই মুখোমুখি হবে বেঞ্জেমারা ৷ ফলে লিগ ঘরে তুলে প্রতিশোধ নিতে চাইছে ‘স্কাই ব্লুস’রা ৷ এদিন ম্যাচের আগেই দু'বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী গুয়ার্দিওলা জানিয়ে দিয়েছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ নয়, তাঁর কাছে অনেক বেশি তৃপ্তিদায়ক প্রিমিয়র লিগ জেতা ৷’

ইপিএলের খেতাবি ফয়সালার নানা অঙ্ক :

  • ম্যাঞ্চেস্টার সিটি জিতে গেলে টানা দ্বিতীয়বার প্রিমিয়র লিগ যাবে এতিহাদে ৷
  • দুই দলই হারলে পয়েন্টের বিচারে লিগ জিতবে নীল জার্সিধারীরা ৷

আরও পড়ুন : সাউদাম্পটনকে হারিয়ে খেতাবি লড়াই শেষ দিন পর্যন্ত জিইয়ে রাখল লিভারপুল

  • ম্যাঞ্চেস্টার সিটি ড্র করলে সেক্ষেত্রে তাদের পয়েন্ট দাঁড়াবে 91 ৷ অন্যদিকে লিভারপুল জিতে গেলে তাদের পয়েন্ট হবে 92 ৷ লিগ যাবে লাল দূর্গে ৷
  • ম্যাঞ্চেস্টার সিটি হেরে গেল এবং ড্র করল লিভারপুল সেক্ষেত্রে সমান পয়েন্টে দাঁড়াবে দু'দল ৷ সেক্ষেত্রে বেশি ম্যাচ জেতা এবং গোলপার্থক্যে এগিয়ে থাকায় লিগ জিতবে গুয়ার্দিওলার ছেলেরা ৷
Last Updated : May 22, 2022, 3:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details