ব্যাংকক, 14 মে : 73 বছরে প্রথমবার পুরুষদের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের (দলগত) ফাইনালে ভারত ৷ যার পোশাকি নাম 'থমাস কাপ '৷ কোয়ার্টার ফাইনালের পুনরাবৃত্তি ঘটিয়ে শুক্রবার সেমিফাইনালে 2016 চ্যাম্পিয়ন ডেনমার্ককে 3-2 ব্যবধানে পরাজিত করল ভারতীয় দল ৷ নির্ণায়ক ম্যাচে বিশ্বের 13 নম্বর ব়্যাসমাস গেমকেকে হারিয়ে দেশকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রাখলেন এইচ এস প্রণয় (Prannoy wins decisive match against Denmark to steer India to historic Thomas Cup final) ৷ ইতিহাস গড়তে মূল্যবান অবদান রাখলেন কিদাম্বি শ্রীকান্ত এবং সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি/চিরাগ শেট্টি জুটি ৷
কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে বৃহস্পতিবারই পদক নিশ্চিত করেছিল ভারতের পুরুষ দল ৷ যা 1979-পর প্রথমবার ৷ যদিও ফাইনালে ওঠার লড়াইয়ের শুরুতে এদিন হোঁচট খেতে হয় তাদের ৷ অলিম্পিক চ্যাম্পিয়ন ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে স্ট্রেট গেমে হেরে যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী লক্ষ্য সেন (Lakshya Sen lost to Viktor Axelsen in the opening match of semifinal) ৷ তবে দেশের পয়লা নম্বর ডাবলস জুটির হাত ধরে সেমিতে জোরাল প্রত্যাবর্তন করে ভারত ৷