পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

BWF World Championship 2023: ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিতে প্রণয়, ডাবলসে হার সাত্বিক-চিরাগ জুটির

Prannoy HS in Badminton World Championship Semifinals: আগামী বছর প্যারিস অলিম্পিক্সে পুরুষদের সিঙ্গলসে ভারতের প্রতিনিধিত্ব করার থেকে একধাপ দূরে প্রণয় এইচ এস ৷ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে প্রবেশ করেছেন তিনি ৷ এই ম্যাচ জিতলেই অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করে ফেলবেন প্রণয় ৷

BWF World Championship 2023 ETV BHARAT
BWF World Championship 2023

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 1:12 PM IST

Updated : Aug 26, 2023, 1:42 PM IST

কোপেনহেগেন, 26 অগস্ট: ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে প্রবেশ করলেন ভারতীয় শাটলার প্রণয় এইচএস ৷ সেই সঙ্গে পদকও নিশ্চিত করলেন এই ভারতীয় শাটলার। বিশ্বের 2 নম্বর ভিক্টর অ্যাক্সেলসেনকে তিন গেমের ম্যাচে হারালেন ৷ বিশ্ব ব্যাডমিন্টনে 7 নম্বর স্থানে থাকা প্রণয়, অ্যাক্সেলসেনকে 21-13, 15-21, 16-21 গেমে হারান ৷ অন্যদিকে, পুরুষদের ডাবলসে বিশ্বের 11 নম্বর জুটির কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নিলেন বিশ্বের 2 নম্বর ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি এবং চিরাগ শেট্টি ৷ তাঁরা 21-18, 21-19 স্ট্রেট গেমে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারে হারেন ৷

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে এগোচ্ছেন শাটলার প্রণয় এইচ এস ৷ পাশাপাশি, 2024 সালের অলিম্পিক গেমসে যোগ্যতা অর্জনেরও লড়াই এটি ৷ প্রণয় ফাইনালে প্রবেশ করতে পারলেই অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করে ফেলবেন ৷ কোপেনহেগেনে আয়োজিত ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারে প্রথম গেমে বিশ্বের দু’নম্বর শাটলার একতরফা জেতেন ৷ 21-13 পয়েন্টে প্রণয়কে নাস্তানাবুদ করে দেন ভিক্টর অ্যাক্সেলসেন ৷

কিন্তু, দ্বিতীয় ও তৃতীয় গেমে অসাধারণভাবে ফিরে আসেন প্রণয় ৷ লড়াই করে জিতলেও 15-21 ও 16-21 পয়েন্টে দ্বিতীয় ও তৃতীয় গেমে জেতেন তিনি ৷ এ দিনের জয়ের সঙ্গেই প্রণয় এইচ এস বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর 14 তম পদকটি নিশ্চিত করে ফেলেছেন ৷ সেমিফাইনালে প্রবেশের সঙ্গেই তাঁর ব্রোঞ্জ জয় নিশ্চিত হয়ে গিয়েছে ৷ তবে, ব্রোঞ্জে খান্ত থাকতে নারাজ প্রণয় ৷ সেমিফাইনাল জিতে ফাইনালে প্রবেশ এবং অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করতে চান তিনি ৷

আরও পড়ুন:বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ, বর্শায় গাঁথলেন প্যারিস অলিম্পিক্সের টিকিটও

অন্যদিকে, বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসে ভারতের তরুণ তারকা জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নিলেন ৷ 2 নম্বর ডাবলস জুটিকে স্ট্রেট গেমে হারিয়েছে 11 নম্বর ড্যানিশ জুটি কিম অ্যাস্ট্রুপ এবং আন্দ্রেস স্কারুপ রাসমুসসেন ৷ 21-18, 21-19 পয়েন্টের ক্লোজ গেমে হারেন সাত্বিক-চিরাগ জুটি ৷

Last Updated : Aug 26, 2023, 1:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details