টোকিও, 23 মার্চ : বিশ্বজুড়ে কোরোনার থাবায় পিছিয়ে যেতে পারে 2020 টোকিও অলিম্পিক । সোমবার স্পষ্ট জানালেন জাপানের প্রধানমন্ত্রী শিনজ়ো আবে । তিনি আন্তর্জাতিক অলিম্পিক সভা থেকে অ্যাথলেটদের উদ্দেশ্য একথা জানিয়েছেন ।
চলতি বছরের 24 জুলাইতে টোকিও অলিম্পিক শুরু হওয়ার কথা ছিল । কিন্তু কোরোনার দৌরাত্ম বৃদ্ধি পাওয়ায় আপাতত থিতু হতে চাইছে জাপানসহ অস্ট্রেলীয় অলিম্পিক সংগঠন । ইতিমধ্যে কানাডা অলিম্পিক ও প্যারা-অলিম্পিকের বৈঠক হয়ে গেছে । সেখানে অ্যাথলেটদের কোনও তালিকা পাঠানো হয়নি । আগামী বছরের জন্য অ্যাথলেটদের স্বাস্থ্য এবং মানসিকভাবে প্রস্তুতি নিতে বলা হচ্ছে ।