পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: জোড়া গোল করে নায়ক ব্রুনো ফার্নান্দেজ, শেষ ষোলোয় পর্তুগাল - ফুটবল

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে আসে পর্তুগাল (FIFA World Cup 2022) । রোনাল্ডো যখনই বল ধরেছেন প্রতিপক্ষের কড়া জোনাল মার্কিংয়ে আটকে গিয়েছেন । তবে গোল করতে না-পারলেও উরুগুয়ে রক্ষণভাগকে ব্যস্ত রেখে গিয়েছেন । যার সুফল পেয়েছেন সতীর্থরা । ফ্রান্স, ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে জায়গা পাকা করে নিল পর্তুগাল (Portugal enters Round of Sixteen) ।

Etv Bharat
FIFA World Cup

By

Published : Nov 29, 2022, 7:40 AM IST

লুসালি, 29 নভেম্বর: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নন । উরুগুয়ের বিরুদ্ধে জয়ের নায়ক ব্রুনো ফার্নান্দেজ (FIFA World Cup 2022) । দু'টো গোল করে দলকে পরের রাউন্ডে নিয়ে গেলেন দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার । হ্যাটট্রিকও করে ফেলতে পারতেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা । তবে ভাগ্য সঙ্গে না-থাকায়, তা আর হল না (Portugal enters Round of Sixteen) ।

তিন পয়েন্ট পেলেই পরের রাউন্ডে চলে যাবে পর্তুগাল । এমন অবস্থায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের বিরুদ্ধে খেলতে নেমেছিল উরুগুয়ে । পর্তুগিজ দলে নিয়ে আসা হয় অভিজ্ঞ পেপেকে । অন্যদিকে উরুগুয়ের প্রথম একাদশ থেকে বাদ পড়েন সুয়ারেজ । 18 মিনিটে প্রথম সুযোগ পায় পর্তুগাল । ফ্রি-কিক থেকে গোল করতে পারেননি রোনাল্ডো । গোল করার সুযোগ এসে গিয়েছিল উরুগুয়ের সামনেও । পর্তুগালের নড়বড়ে ডিফেন্সের সুযোগ নিয়ে দারুণ স্কিল মেলে ধরেন বেনটেঙ্কো । তিন ডিফেন্ডারকে কাটিয়ে নিলেও গোল পারেননি তিনি । তাঁর শট বাঁচিয়ে দেন গোলরক্ষক ডিয়োগো কোস্তা । এগিয়ে এসে পরিস্থিতি সামলে দেন তিনি । প্রথমার্ধে দু'দলই সেভাবে ম্যাচের রাশ তুলে নিতে ব্যর্থ ।

পরের রাউন্ডে জায়গা পাকা করে নিল পর্তুগাল

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে আসে পর্তুগাল । 54 মিনিটে ডানদিক থেকে সেন্টার করেন ব্রুনো । 'সিআর 7' বল মাথায় ছোঁয়ার চেষ্টা করলেও মাথায় বল লাগেনি । গোলরক্ষক সার্জিও রোচেত চেষ্টা করলেও রোনাল্ডো লাফ দেওয়ায় বলটা দেখতেও পারেননি । ফলে বল গোলে চলে যায়। ম্যাচের শেষদিকে জোসে গিমেনেজ পেনাল্টি দিয়ে বসেন । ব্রুনো ফার্নান্দেজ তাঁকে নাটমেগ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই পরে যান উরুগুয়ের ডিফেন্ডার । সেই সময় হাতে বল লাগে তাঁর । প্রথমে পেনাল্টি না-দিলেও রেফারি ভার দেখে স্পট কিকের সিদ্ধান্ত জানিয়ে দেন । নিজের ও দলের দ্বিতীয় গোল করতে ভুল করেননি ব্রুনো ।

গোল করতে না-পারলেও উরুগুয়ে রক্ষণভাগকে ব্যস্ত রেখে গিয়েছেন, যার সুফল পেয়েছেন সতীর্থরা

আরও পড়ুন: কাসেমিরোর গোলে ভাঙল সুইস ভল্ট, শেষ ষোলোয় সেলেকাওরা

এরপর খেলায় আরও চাপ বাড়াতে থাকে পর্তুগাল । ফলে ম্যাচে ফিরে আসতে পারেনি উরুগুয়ে । কাভানির জায়গায় সুয়ারেজকে নামিয়েও কাজের কাজ হয়নি । ফ্রান্স, ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে জায়গা পাকা করে নিল পর্তুগাল ।

এদিন কেমন খেললেন রোনাল্ডো ?

পর্তুগীজ তারকা দলের অন্যতম ভরসা । প্রথম ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিলেন । কিন্তু উরুগুয়ের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেননি । যখনই বল ধরেছেন প্রতিপক্ষের কড়া জোনাল মার্কিংয়ে আটকে গিয়েছেন । তবে গোল করতে না-পারলেও উরুগুয়ে রক্ষণভাগকে ব্যস্ত রেখে গিয়েছেন । যার সুফল পেয়েছেন সতীর্থরা ।

ABOUT THE AUTHOR

...view details