বার্সেলোনা, 4 জুন : ছন্দপতন ৷ পাকাপাকিভাবে আলাদা হয়ে গেলেন শাকিরা-পিকে ৷ কলম্বিয়ান পপ-গায়িকা এবং স্প্যানিশ ফুটবলার এক বিবৃতিতে জানিয়ে দিয়েছেন, তাঁদের 12 বছরের সম্পর্ক শেষ (Shakira and Gerard Pique Separate) ৷ 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মঞ্চ থেকে সম্পর্ক শুরু হয় শাকিরা-পিকের ৷ এখনও পর্যন্ত বিবাহবন্ধনে আবদ্ধ না-হলেও সেলেব জুটির দুই পুত্রসন্তান রয়েছে ৷
স্প্যানীশ সংবাদমাধ্যম সূত্রে খবর, শাকিরাকে ছেড়ে বেশ কয়েকদিন ধরেই বার্সেলোনার বাড়িতে থাকছিলেন পিকে ৷ জানা গিয়েছে, পার্টনার পিকে-কে অন্য মহিলার সঙ্গে একই বিছানায় দেখে ফেলেছেন শাকিরা ৷ আর তাতেই এক দশকেরও বেশি সময়ের সম্পর্কে রাশ টানলেন তিনি ৷