পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : 13 জুলাই সিন্ধু, মেরি, দ্য়ুতিদের মনোবল বাড়াবেন প্রধানমন্ত্রী - টোকিয়ো 2021

টোকিয়োগামী ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলে তাঁদের মনোবল বাড়াবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Modi
Modi

By

Published : Jul 9, 2021, 12:53 PM IST

নয়াদিল্লি, 9 জুলাই : 130 কোটি দেশবাসীর প্রত্যাশা নিয়ে টোকিয়োর বিমান ধরবেন ভারতীয় অ্যাথলিটরা ৷ 201 জনের মধ্যে 14 জুলাই টোকিয়ো যাচ্ছেন প্রথম ব্যাচের ভারতীয় খেলোয়াড় ও কর্মকর্তারা ৷ তার আগে অলিম্পিকসে অংশ নিতে চলা খেলোয়াড়দের মনোবল বাড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 13 জুলাই অর্থাৎ মঙ্গলবার বিকেল পাঁচটায় ভার্চুয়ালি পিভি সিন্ধু, মেরি কম, মণিকা বাত্রা, সুতীর্থা মুখোপাধ্যায়দের সঙ্গে কথা বলবেন তিনি ৷

করোনার কারণে গতবছর পিছিয়ে গিয়েছিল টোকিয়ো অলিম্পিকস ৷ অনেক অনিশ্চয়তার পর অবশেষে 23 জুলাই এই শো পিস ইভেন্টের পর্দা উঠছে ৷ চলবে 8 অগাস্ট পর্যন্ত ৷ 15 দিন ধরে চলা এই মাল্টি গেমসের আসরে ভারতের হয়ে পদক জয়ের লড়াইয়ে নামবেন 126 জন অ্যাথলিট ৷ প্রতিযোগিতা পিছিয়ে যাওয়ায় একটা বছর বাড়তি প্রস্তুতির সময় পেয়েছে অ্যাথলিটরা ৷ তবে করোনার কারণে বেশ কিছু সময় ঘরবন্দি হয়েও কাটাতে হয়েছে ৷ তার মধ্যেই জোরদার প্রস্তুতি চলেছে ৷ এখন শুধু টোকিয়োর বিমান ধরার অপেক্ষা ৷

তার আগে প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভার্চুয়ালি এই বৈঠকে অ্যাথলিটদের মনোবল বাড়াবেন তিনি ৷ 2016 সালে রিও অলিম্পিকসে পদক জিতেছিলেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ৷ ব্রোঞ্জ পদক জিতেছিলেন কুস্তিগীর সাক্ষী মালিক ৷ পদক জিততে না পারলেও নজর কেড়ে নিয়েছিলেন জিমন্যাস্ট দীপা কর্মকার ৷ তবে লন্ডন অলিম্পিকসকে ছাপিয়ে যেতে পারেনি ৷ সেবার ছয়টি পদক নিয়ে দেশে ফিরেছিল ভারতীয় অ্যাথলিটরা ৷ টোকিয়োতে লন্ডন অলিম্পিকসের সাফল্যকে ছাপিয়ে যাওয়ার জন্য প্রতিযোগীদের উৎসাহ দেবেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : Tokyo Olympics : অ্যাথলেটিক্সে 26 জনের দল ঘোষণা ভারতের

23 জুলাই অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন বক্সার মেরি কম ও হকি খেলোয়াড় মনপ্রীত সিং । 8 অগস্ট সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন কুস্তিগীর বজরং পুনিয়া । টোকিয়োগামী 201 জনের দলের মধ্যে রয়েছেন 126 জন খেলোয়াড় ও 75 জন কর্মকর্তা । ভারতীয় দলে 56 শতাংশ পুরুষ ও 44 শতাংশ মহিলা রয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details