নয়াদিল্লি, 28 অক্টোবর: প্যারা এশিয়াডে একশো পদক জয়ের রেকর্ড করেছেন ভারতীয় অ্যাথলিটরা ৷ এই সাফল্যের জন্য ভারতীয় প্যারা অ্যাথলিটদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এশিয়াডের পর প্যারা এশিয়াডেও ভারতীয় প্রতিযোগীরা একশো বা তার বেশি পদক জিতেছেন ৷ এটিকে ‘অতুলনীয় আনন্দের মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷ সকল প্রতিযোগীদের পাশাপাশি, কোচ এবং সাপোর্ট স্টাফদেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷
তিনি সোশাল মিডিয়ায় প্যারা অ্যাথলিটদের অভিনন্দন জানিয়ে লেখেন, ‘‘এশিয়ান প্যারা গেমসে 100টি পদক ! অতুলনীয় আনন্দের মুহূর্ত ৷ এই সাফল্য আমাদের ক্রীড়াবিদদের একনিষ্ঠতা, প্রতিভা, কঠোর পরিশ্রম এবং সংকল্পের ফল ৷ এই অসাধারণ মাইলফলক আমাদের গর্বিত করেছে ৷ আমি আমাদের এই অসাধারণ ক্রীড়াবিদ, কোচ এবং তাঁদের সঙ্গে কাজ করা সকল সাপোর্ট স্টাফদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই ৷ এই জয় আমাদের সকলকে অনুপ্রাণিত করবে ৷ তাঁদের এই সাফল্য এটা প্রমাণ করেছে যে, আমাদের তরুণ প্রজন্মের পক্ষে কোনও কিছুই অসম্ভব নয় ৷’’