নয়াদিল্লি, 28 জুন: বার্লিন স্পেশাল অলিম্পিক্স সামার গেমসে 202টি পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা ৷ যার মধ্যে 76টি সোনার পদক রয়েছে ৷ ভারতীয় অ্যাথলিটদের এই সাফল্যের জন্য় তাঁদের অভিনন্দন দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটারে তিনি এ নিয়ে একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি বলেন, ‘‘তাদের সাফল্যকে আমরা হৃদয়ের অন্তর থেকে উদযাপন করছি এবং সেই সঙ্গে অসাধারণ এই ক্রীড়াবিদদের অধ্যবসায়কে সাধুবাদ জানাই ৷’’
17 জুন থেকে বার্লিনে এই স্পেশাল স্পেশাল অলিম্পিক্স সামার গেমস শুরু হয় ৷ গত রবিবার 25 জুন এই প্রতিযোগিতা শেষ হয়েছে ৷ যেখানে ভারতীয় অ্যাথলিটরা মোট 202টি পদক জিতেছে ৷ যার মধ্যে 76টি সোনা, 75টি রুপো ও 51টি ব্রোঞ্জ পদক রয়েছে ৷ অ্যাথলিটদের এই সাফল্য নিয়ে এ দিন প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘যে সকল অ্যাথলিটরা ভারতের হয়ে বার্লিনে স্পেশাল অলিম্পিক্স সামার গেমসে অংশ নিয়েছিলেন তাঁদের অভিনন্দন জানাই ৷ আপনারা সেখানে 202টি পদক জিতেছেন ৷ যার মধ্যে 76টি সোনা রয়েছে ৷’’
আরও পড়ুন:কুস্তি ফেডারেশনের নির্বাচনের উপর স্থগিতাদেশ গুয়াহাটি হাইকোর্টের