আমেদাবাদ, 24 সেপ্টেম্বর: গুজরাতে অনুষ্ঠিত হচ্ছে 36তম জাতীয় গেমস (36th National Games) । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 29 সেপ্টেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জাতীয় গেমস 2022 এর আনুষ্ঠানিক সূচনা করবেন (PM Modi to inaugurate National Games) । 29 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত ছ'টি শহর গুজরাত, আমেদাবাদ, গান্ধিনগর, ভাবনগর, রাজকোট, সুরাত এবং ভদোদরায় গেমস অনুষ্ঠিত হবে ৷ উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বেশ কয়েকজন বলিউড তারকা এবং বিখ্যাত খেলোয়াড়রা (Bollywood stars in opening ceremony) ৷
দেশের বিভিন্ন রাজ্য থেকে গেমসে অংশ নেবেন মোট 7 হাজার খেলোয়াড় । কোভিডের কারণে গত কয়েকবছরে জাতীয় গেমসের জৌলুস অনেকটাই কম ছিল ৷ অতিমারি কমতেই গুজরাতে গত দু'মাস ধরে প্রস্তুতি চলছে (34 games will be played at National Games) ৷ 8 জুলাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে গুজরাতে জাতীয় গেমসে অনুষ্ঠিত হবে ৷ অ্যাথলেটিক্স, হকি, ফুটবল, ভলিবল, লন টেনিস, টেবিল টেনিস, জুডো, খো-খো, কুস্তি ও মালখামের মতো 34টি খেলা ইনডোর ও আউটডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ।