পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"এই সাফল্য অনুপ্রেরণাদায়ক", দাবায় সোনাজয়ী ভারতীয় দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর - PM narendra modi

ইতিহাস গড়ে চেস অলিম্পিয়াডে প্রথমবার সোনা জিতেছে ভারত ৷ বিশ্বনাথন আনন্দ, কোনেরু হাম্পিদের সেই ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, সচিন তেন্ডুলকরদের মতো ব্যক্তিত্বরা ৷ দেশের জন্য এই মুহূর্তটা গর্বের ৷ বলছেন তাঁরা ৷

"তোমাদের সাফল্য অনুপ্রেরণাদায়ক", সোনাজয়ী ভারতীয় দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর; শুভেচ্ছা রাহুলেরও
"তোমাদের সাফল্য অনুপ্রেরণাদায়ক", সোনাজয়ী ভারতীয় দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর; শুভেচ্ছা রাহুলেরও

By

Published : Aug 31, 2020, 9:20 AM IST

দিল্লি, 31 অগাস্ট: কোরোনা সংক্রমণে জেরবার গোটা দেশ ৷ ঠিক এমনই অবস্থায় দাবা অলিম্পিয়াডে ভারতীয় দলের সোনাজয় যেন টাটকা বাতাসের মতো ৷ এই প্রথমবার চেস অলিম্পিয়াডে সোনা জেতার নজির গড়েছে ভারত ৷ আর এই ইতিহাস তৈরি হল এমন সময় যখন স্তব্ধ দেশের ক্রীড়াক্ষেত্র ৷ এরপরই শুভেচ্ছায় ভেসে গিয়েছে বিশ্বনাথন আনন্দ, কোনেরু হাম্পি, নিহাল সেরিন, দিব্যা দেশমুখদের সেই ভারতীয় দল ৷

রবিবার রাতে চেস অলিম্পিয়াডের ফাইনালে ভারতীয় দলের নাটকীয় জয়ের পর টুইটারে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "FIDE অনলাইন চেস অলিম্পিয়াড জয়ের জন্য আমাদের দলকে শুভেচ্ছা জানাই ৷ তাদের পরিশ্রম ও ডেডিকেশন প্রশংসাযোগ্য ৷ তাদের সাফল্য নিশ্চিতভাবে অন্যান্য দাবাড়ুদের অনুপ্রাণিত করবে ৷ রাশিয়ান দলকেও শুভেচ্ছা জানাই ৷"

আরও পড়ুন: দাবায় ইতিহাস, প্রথমবার অলিম্পিয়াডে সোনা জয় ভারতের


শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ৷ টুইটারে তিনি লেখেন, "FIDE অনলাইন চেস অলিম্পিয়াড জয়ী ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা ৷ তোমাদের দুর্দান্ত পারফরম্যান্স দেখে আনন্দিত দেশ ৷ আমরা সবাই তোমাদের জন্য গর্বিত ৷ শুভেচ্ছা জানাই রাশিয়ান টিমকেও ৷" পোল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পরই ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাহুল গান্ধি ৷ নিহাল, হাম্পিদের জয়ে উচ্ছ্বসিত হয়ে তিনি টুইটারে লেখেন, "FIDE অনলাইন চেস অলিম্পিয়াড জয়ী ভারতীয় দলকে অভিনন্দন ৷ তোমরা দেশকে গর্বিত করেছ ৷ রাশিয়াকেও শুভেচ্ছা ৷"

কোরোনার সংক্রমণের কারণে এই প্রথমবার অনলাইনে আয়োজন করা হয়েছিল চেস অলিম্পিয়াড ৷ রবিবার রাতে ফাইনালের দ্বিতীয় রাউন্ডে ভারতের নিহাল সিরিন ও দিব্যা দেশমুখের ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় ৷ এরপর রাশিয়াকে জয়ী ঘোষণা করে দেওয়া হয় ৷ কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানায় ভারত ৷ এই আবেদনের পর ভারত ও রাশিয়াকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হয় ৷ 2014 সালে দাবা অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতেছিল ভারত ৷ ছয় বছর পর ইতিহাস গড়ে টুর্নামেন্টে সোনার পদক জিতল ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details