নয়াদিল্লি, 1 জুলাই:পূর্ব থেকেপশ্চিম হোক কিংবা উত্তর থেকে দক্ষিণ, কবাডিতে ভারতের শ্রেষ্ঠত্ব সর্বজনবিদিত ৷ শুক্রবার কোরিয়ার বুসানেরতা আরও একবার প্রমাণ করে দিল পবন শেরাওয়াত ব্রিগেড ৷ ফাইনালে ইরানকে উড়িয়ে দিয়ে অষ্টমবার এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ জিতল ভারতীয় দল। টক্কর দেওয়ার ক্ষমতা রাখলেও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর মতোই গতকাল একপেশে ম্যাচে ভারতের কাছে পরাজিত হয় ইরান ৷ মধ্যপ্রাচ্যের দেশটির বিরুদ্ধে ভারতের ফল 42-32 ৷ এই জয়ে ভারতীয় কবাডি দলকে অভিন্দন জানালেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী-সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা ৷
ম্যাচের প্রথম থেকেই ভারত এক-দুই পয়েন্ট করে লিড নিয়ে নেয় ৷ রেডার পবন, নবীন, আসলামরা পয়েন্ট নিয়ে এগোতে থাকে ধীরে ধীরে ৷ তাদেরকে সাহায্য করে ডিফেন্স ৷ লেফট কর্নার, লেফট কভার, রাইট কভার, রাইট কর্নারের দুর্ধর্ষ ক্যাচিং জয় এনে দেয় ভারতকে ৷ 11তম এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম ম্যাচ ছিল কোরিয়ার বিরুদ্ধে ৷
সেখানে ম্যাচের ফলাফল ছিল ভারতের পক্ষে 76-13, পরবর্তীতে তাইওয়ানের বিরুদ্ধে ভারত জেতে 53-19 ব্যবধানে , পরবর্তী ম্যাচে জাপানকে ভারত হারায় 62-17 ব্যবধানে ৷ এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য ভারতের পরের প্রতিপক্ষ ছিল ইরান ৷ সেখানেও ম্যাচ জিতে যায় পবন শেরাওয়াত কোম্পানি (33-28) ৷ এরপর ভারতকে সামনাসামনি হতে হয় হংকংয়ের ৷ ম্যাচের ফল (64-20) ৷ হংকংয়ে হারিয়ে ফাইনালের ছাড়পত্র পেয়ে যায় ভারত ৷