কলকাতা, 15 জানুয়ারি: বছরটা জয় দিয়ে শুরু করতে চাইলেও জুয়ান ফেরান্দোর সেই আশা পূর্ণ হয়নি। উলটে মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ড হাতছাড়া করেছেন স্প্যানিশ কোচ। তবে হতাশ না-হয়ে বরং বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দু'য়ে প্রবেশের চেষ্টা কথা বলছেন তিনি। তাই দল হারলেও ফুটবলারদের খেলায় খুশি বলে জানিয়েছেন এটিকে মোহনবাগান কোচ ।
উল্লেখ্য, শনিবার ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হারতে হয়েছে সবুজ-মেরুনকে। লালিয়ানজুয়ালা ছাংতের গোলে হারতে হয়েছে মোহনবাগানকে। বারে বারে সেই গোল শোধ করার সুযোগ এলেও কাজের কাজ করতে পারেননি লিস্টন কোলাসোরা। গতকালের ম্যাচে বিশেষ করে দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রেখেছিল সবুজ-মেরুন। তবে মুম্বই সিটি এফসির গোলরক্ষকের দুরন্ত পারফরম্যান্সে হেরেই মাঠ ছাড়তে হয় মোহনবাগান ফুটবলারদের। ভালো খেললেও হারতে হয়েছে তাঁদের। সবুজ-মেরুন কোচ বলছেন বারংবার ব্যর্থতার অন্যতম কারণ চোট-আঘাত ।
জনি কাউকোর মত ফুটবলারকে চোটের জন্য দেশে ফিরে যেতে হয়েছে। চোট-আঘাত সমস্যাকেই ম্যাচ হারের জন্য দায়ী করছেন জুয়ান। সবুজ-মেরুনের হেডস্যারের কথায়, "চোট আঘাত এতটাই আমাদের সমস্যায় ফেলেছে যে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচের পর একটা ম্যাচেও আমরা ছয় বিদেশিকে খেলাতে পারিনি। আমি খুশি যে ফুটবলাররা তবু চারিত্রিক দৃঢ়তা প্রকাশ করেছে ৷ তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে ৷" কাঁধের চোটে কাবু হুগো বুমোস গতকাল ইনজেকশন নিয়ে খেলেছেন বলেও দাবি জুয়ানের। ফুটবলারদের এমন আচরণই হারের পরেও তৃপ্ত করছে জুয়ান ফেরান্দোকে। সেই কারণেই ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।