দোহা, 22 নভেম্বর:"আজ এ খেলা শুধু খেলা নয়, সংগ্রাম..." । বছর দশেক আগে বাঙালির মুখে মুখে ফিরত 'এগারো' ছবির এই গানটি । মোহনবাগান কীভাবে ইংরেজদের হারিয়ে 1911 সালের আইএফএ শিল্ড জিতেছিল সেই কাহিনী তুলে ধরেছিল ছবিটি । বাস্তবেও দেশে দেশে কালে কালে সংগ্রামের অনন্য প্রতীক হয়ে থেকেছে খেলার মাঠ। সমাজে ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন সবুজ গালিচার দিকপালরা । এবার কাতারের ফুটবল বিশ্বকাপেও ধরা পড়ল সেই ছবি ।
ইরানের হিজাব আন্দোলনের ছায়া দেখা গেল কাতার বিশ্বকাপের মঞ্চে। সরকার বিরোধী হিজাব আন্দোলনে ইরানের মহিলাদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে ম্যাচের শুরুতে জাতীয় সঙ্গীতে গলা মেলাননি ইরানের ফুটবলাররা (Iran football team refused to sing national anthem)। সমস্ত আর্ন্তজাতিক ম্যাচে প্রথামাফিক দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। খেলোয়াড়রা তাতে গলা মেলান এটাই স্বাভাবিক ছবি। বিশ্বকাপের আসরে দশকের পর দশক ধরে এই ছবি দেখতে কমবেশি সকলেই অভ্যস্ত । ইংল্যান্ড বনাম ইরান ম্যাচে অবশ্য উলটো ছবি দেখল বিশ্ব। বিশ্বকাপের মঞ্চকে প্রতিবাদের মঞ্চ হিসেবে বেছে নিলেন ইরান ফুটবলাররা। জাতীয় সঙ্গীতের সময় তাদের নিশ্চুপ দেখে গ্যালারিতে ইরানি মহিলাদের চোখ ভিজে গেল জলে। পাশাপাশি তাবড় ক্রীড়া অনুরাগীদের হয়ত মনে পড়ে গেল এক আফ্রিকানের কথা । হেনরি ওলঙ্গা । জিম্বাবয়ের এই তারকাও তাঁর দেশে হয়ে চলা নানা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন বিশ্বকাপকেই । মাঠে নেমেছিলেন কালো ব্যাচ পরে । পরিণাম হয়েছিল মারত্মক । মাতৃভূমি ছাড়তে হয়েছিল । আরও পরে ক্রিকেটেও ইতি টানেন ওলঙ্গা । তবে সংগ্রাম কবেই বা পরিণতির ভয়ে পিছিয়ে আসে !