পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Pistol Shooter Ankit Tomar: কারণ না-জানিয়েই বিশ্ব চ্যাম্পিয়নশিপ দল থেকে বাদ অঙ্কিত, অভিযোগ শুটারের বাবার - বাকুতে আয়োজিত আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ

ISSF World Championships in Baku: তাঁর অজান্তেই নাকি আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল থেকে নাম বাদ দেওয়া হয়েছিল ৷ এমনই অভিযোগ ভারতীয় পিস্তল শুটার অঙ্কিত তোমরের বাবার ৷ পরবর্তী সময়ে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তাঁকে বাদ দেওয়া হয়েছে ৷

Pistol Shooter Ankit Tomar ETV BHARAT
Pistol Shooter Ankit Tomar

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 6:57 PM IST

নয়াদিল্লি, 27 অগস্ট: বাকুতে আয়োজিত আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মাত্র একসপ্তাহ আগে বাদ দেওয়া হয়েছিল পিস্তল শুটার অঙ্কিত তোমরকে ৷ সংবাদ সংস্থা পিটিআই-কে এমনটাই জানালেন ভারতীয় শুটারের বাবা ৷ তিনি অভিযোগ করেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাছাই হওয়া ভারতীয় দলের এক সদস্যের সঙ্গে অঙ্কিতের অল্পবিস্তর বাকবিতণ্ডা হয়েছিল ৷ সেই কারণে নাকি, শুটারকে বিশ্বকাপের দল থেকে একসপ্তাহ আগে বাদ দেওয়া হয় ৷ উল্লেখ্য, 21 বছরের অঙ্কিত তোমর ভারতের একজন সেন্টার-ফায়ার পিস্তল শুটার ৷

অঙ্কিতের বাবা অভিযোগ করেছেন, গত 7 অগস্ট বাকুতে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য প্রকাশিত তালিকায় তাঁর ছেলের নাম বাকিদের সঙ্গে ছিল না ৷ এমনকী তাঁর পিস্তলের বিস্তারিত তথ্যও শুটারদের তালিকায় ছিল না ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যাচ গত 14 অগস্ট থেকে শুরু হয়েছে ৷ আগামী 1 সেপ্টেম্বর এই প্রতিযোগিতা শেষ হবে ৷ অঙ্কিত গত জুলাই মাসে দক্ষিণ কোরিয়ার চ্যাংওনে আইএসএসএফ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন ৷ সেখানে এক সতীর্থের সঙ্গে গণ্ডগোল হয় অঙ্কিতের ৷ তারই মূল্য অঙ্কিতকে চোকাতে হল বলে দাবি শুটারের বাবার ৷

চ্যাংওনে আইএসএসএফ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে 50 মিটারের দলগত শুটিংয়ে সোনা জিতেছিলেন সোনপথের এই শুটার ৷ তবে, কেন তাঁর নাম চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বাদ দেওয়া হল ? তা জানতেন না অঙ্কিত ৷ তিনি এই বিষয়ে খোঁজ নিলে জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশনের তরফে তাঁকে বলা হয়, ‘‘যতদিন না জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশনের শৃঙ্খলারক্ষা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে, আপনি কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না ৷’’

আরও পড়ুন:শুটিং বিশ্বকাপে ভারতের জয়জয়কার ! সোনা জিতলেন মেহুলি ও তুষার

বিষয়টি জানার পর অঙ্কিত জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশনের সচিব রাজীব ভাটিয়াকে ই-মেল করেছিলেন ৷ তাঁর কাছে অনুরোধ করেছিলেন, যাতে একদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ৷ তা না-হলে, অঙ্কিতের কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে ৷ তিনি বাকুতে গিয়ে নিজের সেরা পারফরম্যান্স দেবেন বলেও সচিবকে জানিয়েছিলেন অঙ্কিত ৷ শুটারের বাবা দেবেন্দ্র তোমর অভিযোগ করেছেন, অ্যাসোসিয়েশন তাঁর ছেলের কেরিয়ার নষ্ট করতে চাইছে ৷ আচরণবিধি সংক্রান্ত যে অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে অঙ্কিতকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি ৷ কিন্তু, তার আগেই শো-কজ নোটিশ দেওয়া হয়েছে ৷ পুরো বিষয়টি নিয়ে পিস্তল শুটার অঙ্কিত তোমর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে অভিযোগ তাঁর বাবার ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details