পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Guardiola on CL Win: তারায় তারায় লেখা ছিল সিটির এই সাফল্যগাথা, হ্যালান্ডদের ইউরোপ সেরা করে ক্লাউড নাইনে পেপ - পেপ গুয়ার্দিওলা

যেমনটা শামসুর রহমানের কবিতাকে গানের রূপ দিয়ে নগরবাউল জেমস গেয়েছিলেন, "আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার ৷" দলের সাফল্য নিয়ে বলতে গিয়ে শনিবার পেপের গলাতেও খানিকটা তেমনই সুর ৷

Guardiola on CL Win
হ্যালান্ডদের ইউরোপ সেরা করে ক্লাউড নাইনে পেপ

By

Published : Jun 11, 2023, 2:15 PM IST

Updated : Jun 11, 2023, 2:42 PM IST

ইস্তানবুল, 11 জুন: শনিবাসরীয় আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে যে নজিরটি তাঁর নামের সঙ্গে জুড়ল, এই গ্রহে সেই নজির আর কোনও ফুটবল প্রশিক্ষকের নেই ৷ অর্থাৎ, তিনিই একমেবদ্বিতীয়ম ৷ বার্সেলোনার পর ম্যাঞ্চেস্টার সিটি , দু'টি ভিন্ন ক্লাবকে ত্রিমুকুট পরিয়ে স্বভাবতই ক্লাউড নাইনে পেপ গুয়ার্দিওলা ৷ বার্সাকে যখন ত্রিমুকুট দিয়েছিলেন, কাতালান ক্লাবের তখন স্বর্ণযুগ ৷ স্কাই ব্লুজের ম্যানেজার হিসেবে তাই একের পর এক ঘরোয়া লিগ খেতাব জিতলেও চ্যাম্পিয়নস লিগ না-জিততে পারার কটাক্ষ শেল হয়ে বিঁধত পেপ গুয়ার্দিওলাকে ৷ স্প্যানিশ কোচকে নিন্দুকরা বলতেন, বার্সার ত্রিমুকুটে পেপের কৃতিত্ব গৌণ ৷ তারকাখচিত দলের জন্যই বার্সার এই সাফল্য ৷

কিন্তু তিনি জানতেন সিটির সাফল্য কিছু সময়ের অপেক্ষা মাত্র ৷ যেমনটা শামসুর রহমানের কবিতাকে গানের রূপ দিয়ে নগরবাউল জেমস গেয়েছিলেন, "আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার ৷" দলের সাফল্য নিয়ে বলতে গিয়ে শনিবার পেপের গলাতেও খানিকটা তেমনই সুর ৷

ম্যান সিটিকে ত্রিমুকুট জিতিয়ে ইতিহাস রচনা করেও যেন নির্লিপ্ত তিনি ৷ পেপ বললেন, "ট্রফি জয়টা খুব সহজ ছিল না ৷ প্রথমার্ধটা তো ভীষণ চাপে কেটেছে ৷ তবে ধৈর্য রাখাটা জরুরি ছিল ৷ হাফটাইমে ছেলেদের বলেছিলাম, পোর্তোয় শেষবার আমরা বিরতিতে এক গোলে পিছিয়ে ছিলাম, এখানে এখনও গোলশূন্য ৷ দ্বিতীয়ার্ধে ছোটখাটো ভুল শুধরে নিয়েছিলাম আমরা ৷ তবে এই সকল প্রতিযোগিতায় সেরা হতে গেলে ভাগ্য সহায় থাকতেই হয় ৷"

আরও পড়ুন:ইতিহাস রচনা ম্যান সিটির! মিলানকে হারিয়ে ত্রিমুকুট জিতে ইউরোপ সেরা পেপের দল

এরপরই হ্যালান্ডদের কোচ বলেন, "এই টুর্নামেন্ট অনেকটা টসের মত ৷ তবে আমার মনে হয় আমাদের এই সাফল্য তারায়-তারায় লেখা ছিল ৷" যদিও এখানেই থামার পক্ষপাতী নন বাহান্নর প্রৌঢ় ৷ পেপ জানিয়েছেন, একটা চ্যাম্পিয়নস লিগ জিতে তৃপ্তির ঢেকুর তোলার অবকাশ নেই ৷ পেপের কথায়, "আমাদের পরিশ্রম আরও বাড়াতে হবে ৷ বেশ কিছু ক্লাব রয়েছে যারা চ্যাম্পিয়নস লিগ জিতেও ফুটবল মানচিত্রে ফিকে হয়ে গিয়েছে ৷ সেটা হতে দিলে চলবে না ৷ তবে হ্যাঁ, এটা ঠিক ক্লাবের (পড়ুন ম্যাঞ্চেস্টার সিটি) জন্য এই জয়টা দীর্ঘশ্বাসের মতো ৷ আমাকেও চ্যাম্পিয়ন্স লিগ আবার কবে জিতব, এরপর আর কেউ জিজ্ঞেস করবে না ৷"

Last Updated : Jun 11, 2023, 2:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details