পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Guardiola on CL Win: তারায় তারায় লেখা ছিল সিটির এই সাফল্যগাথা, হ্যালান্ডদের ইউরোপ সেরা করে ক্লাউড নাইনে পেপ

যেমনটা শামসুর রহমানের কবিতাকে গানের রূপ দিয়ে নগরবাউল জেমস গেয়েছিলেন, "আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার ৷" দলের সাফল্য নিয়ে বলতে গিয়ে শনিবার পেপের গলাতেও খানিকটা তেমনই সুর ৷

Guardiola on CL Win
হ্যালান্ডদের ইউরোপ সেরা করে ক্লাউড নাইনে পেপ

By

Published : Jun 11, 2023, 2:15 PM IST

Updated : Jun 11, 2023, 2:42 PM IST

ইস্তানবুল, 11 জুন: শনিবাসরীয় আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে যে নজিরটি তাঁর নামের সঙ্গে জুড়ল, এই গ্রহে সেই নজির আর কোনও ফুটবল প্রশিক্ষকের নেই ৷ অর্থাৎ, তিনিই একমেবদ্বিতীয়ম ৷ বার্সেলোনার পর ম্যাঞ্চেস্টার সিটি , দু'টি ভিন্ন ক্লাবকে ত্রিমুকুট পরিয়ে স্বভাবতই ক্লাউড নাইনে পেপ গুয়ার্দিওলা ৷ বার্সাকে যখন ত্রিমুকুট দিয়েছিলেন, কাতালান ক্লাবের তখন স্বর্ণযুগ ৷ স্কাই ব্লুজের ম্যানেজার হিসেবে তাই একের পর এক ঘরোয়া লিগ খেতাব জিতলেও চ্যাম্পিয়নস লিগ না-জিততে পারার কটাক্ষ শেল হয়ে বিঁধত পেপ গুয়ার্দিওলাকে ৷ স্প্যানিশ কোচকে নিন্দুকরা বলতেন, বার্সার ত্রিমুকুটে পেপের কৃতিত্ব গৌণ ৷ তারকাখচিত দলের জন্যই বার্সার এই সাফল্য ৷

কিন্তু তিনি জানতেন সিটির সাফল্য কিছু সময়ের অপেক্ষা মাত্র ৷ যেমনটা শামসুর রহমানের কবিতাকে গানের রূপ দিয়ে নগরবাউল জেমস গেয়েছিলেন, "আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার ৷" দলের সাফল্য নিয়ে বলতে গিয়ে শনিবার পেপের গলাতেও খানিকটা তেমনই সুর ৷

ম্যান সিটিকে ত্রিমুকুট জিতিয়ে ইতিহাস রচনা করেও যেন নির্লিপ্ত তিনি ৷ পেপ বললেন, "ট্রফি জয়টা খুব সহজ ছিল না ৷ প্রথমার্ধটা তো ভীষণ চাপে কেটেছে ৷ তবে ধৈর্য রাখাটা জরুরি ছিল ৷ হাফটাইমে ছেলেদের বলেছিলাম, পোর্তোয় শেষবার আমরা বিরতিতে এক গোলে পিছিয়ে ছিলাম, এখানে এখনও গোলশূন্য ৷ দ্বিতীয়ার্ধে ছোটখাটো ভুল শুধরে নিয়েছিলাম আমরা ৷ তবে এই সকল প্রতিযোগিতায় সেরা হতে গেলে ভাগ্য সহায় থাকতেই হয় ৷"

আরও পড়ুন:ইতিহাস রচনা ম্যান সিটির! মিলানকে হারিয়ে ত্রিমুকুট জিতে ইউরোপ সেরা পেপের দল

এরপরই হ্যালান্ডদের কোচ বলেন, "এই টুর্নামেন্ট অনেকটা টসের মত ৷ তবে আমার মনে হয় আমাদের এই সাফল্য তারায়-তারায় লেখা ছিল ৷" যদিও এখানেই থামার পক্ষপাতী নন বাহান্নর প্রৌঢ় ৷ পেপ জানিয়েছেন, একটা চ্যাম্পিয়নস লিগ জিতে তৃপ্তির ঢেকুর তোলার অবকাশ নেই ৷ পেপের কথায়, "আমাদের পরিশ্রম আরও বাড়াতে হবে ৷ বেশ কিছু ক্লাব রয়েছে যারা চ্যাম্পিয়নস লিগ জিতেও ফুটবল মানচিত্রে ফিকে হয়ে গিয়েছে ৷ সেটা হতে দিলে চলবে না ৷ তবে হ্যাঁ, এটা ঠিক ক্লাবের (পড়ুন ম্যাঞ্চেস্টার সিটি) জন্য এই জয়টা দীর্ঘশ্বাসের মতো ৷ আমাকেও চ্যাম্পিয়ন্স লিগ আবার কবে জিতব, এরপর আর কেউ জিজ্ঞেস করবে না ৷"

Last Updated : Jun 11, 2023, 2:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details