পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ATK Mohun Bagan মোহনবাগানের প্রবেশদ্বারে পেলে, মারাদোনা ও সোবার্স - New Tent of ATK Mohun bagan

ঢেলে সাজানো হচ্ছে মোহনবাগান ক্লাব (ATK Mohun Bagan)৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের পরই শুরু হয়ে গিয়েছে সজ্জিত করার কাজ ৷ ক্লাবের ভিআইপি গেটের নাম সদ্য প্রয়াত বদ্রু বন্দ্যোপাধ্যায়ের নামে নামাঙ্কিত করা হয়েছে । এরকমই একাধিক নতুনত্ব থাকছে ক্লাবজুড়ে ৷

Etv Bharat
মোহনবাগান

By

Published : Aug 25, 2022, 10:55 PM IST

কলকাতা, 25 অগস্ট:এটিকে মোহনবাগানের থেকে এটিকে নাম না-রাখার ব্যাপারে আবেদন করার সিদ্ধান্ত নিল সবুজ-মেরুন কার্যকরী কমিটি । সমর্থকদের আবেগের কথা চিন্তা করেই এই আবেদন করা হয়েছে বলে খবর । এই ব্যাপারে সঞ্জীব গোয়েঙ্কার কাছে আবেদন করতে চলেছে মোহনবাগান(ATK Mohun Bagan)।

প্রসঙ্গত, এই বিচ্ছেদের দাবি নিয়ে সরব সবুজ-মেরুন সমর্থকরা । সুযোগ পেলেই তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন । এবার এই বিচ্ছেদের কথা মোহনবাগান কার্যকরী কমিটির বৈঠকেও । এর পাশাপাশি মোহনবাগানের প্রবেশদ্বারে নাম জুড়ল পেলে, মারাদোনা এবং গ্যারিফিল্ড সোবার্সের(Pele Maradona and Sobers at Mohun Bagan entrance)। বৃহস্পতিবার কার্যকরী কমিটি বৈঠকের শেষে ক্লাব সচিব দেবাশিস দত্ত জানান বিশ্ব ক্রীড়াক্ষেত্রে তিন বরেণ্য ব্যক্তিত্ব ভারতে এসে একমাত্র মোহনবাগান ক্লাবেই পা রেখেছেন । ফুটবল সম্রাট পেলে মোহনবাগানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছিলেন ।

আরও পড়ুন :রক্ষণের ভুলে ডুরান্ডের দ্বিতীয় ম্যাচেও জয় পেল না বাগান

প্রথমবার ভারত সফরে এসে মোহনবাগান মাঠে এসেছিলেন দিয়েগো মারাদোনা । একইভাবে গ্যারিফিল্ড সোবার্সও মোহনবাগানে আসেন । তাঁদের স্মরণে রাখতে এবং সম্মানিত করতেই ক্লাবের গাড়ি প্রবেশের গেটকে নামাঙ্কিত করা হয়েছে । ক্লাবের মূল প্রবেশদ্বার ইতিমধ্যেই কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামীর নামে নামাঙ্কিত । ক্লাবের ভিআইপি গেটের নাম সদ্য প্রয়াত বদ্রু বন্দ্যোপাধ্যায়ের নামে নামাঙ্কিত করা হয়েছে ।

ভিআইপি বক্সের নামকরণ প্রয়াত সচিব ধীরেন দে-র নামে করার সিদ্ধান্ত হয়েছে । সাংবাদিকদের জন্য প্রেস বক্স জার্নেল সিংয়ের নামে করা হয়েছে । ক্লাব আর্কাইভের নাম গোষ্ঠ পালের নামে রাখা হয়েছে । ইতিমধ্যেই নবসাজে সজ্জিত ক্লাব তাবু উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন(New Tent of ATK Mohun Bagan)। এবার বৃহস্পতিবার ঘোষিত বাকি অংশের বাস্তবায়ন দ্রুত করা হবে বলে জানানো হয়েছে । সেই মতো কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন সবুজ মেরুন সচিব । শুক্রবার দুপুর বারোটা থেকে রবিবারের ডার্বির টিকিট বিক্রি শুরু হবে ।

আরও পড়ুন :মুম্বইয়ের বিরুদ্ধে বদলা নেওয়ার লড়াইয়ে এটিকে মোহনবাগান

ABOUT THE AUTHOR

...view details