সাওপাওলো (ব্রাজিল), 19 ডিসেম্বর: দুর্দান্ত বিশ্বকাপ ফাইনালের জন্য মেসি, এমবাপেকে অভিনন্দন জানালেন ফুটবল সম্রাট পেলে (Pele Congratulates Messi and Mbappe)৷ খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপজয়ী পেলে শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন ৷ রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে আর্জেন্তিনা টাইব্রেকারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে 4-2 গোলে হারানোর পরই ইন্সটাগ্রামে শুভেচ্ছা বার্তা পোস্ট করেন কিংবদন্তি (World Cup Final 2022)৷
সেই পোস্টে তিনি লেখেন, "আজ একটি মনমুগ্ধকর উপায়ে ফুটবল বরাবরের মতো তার গল্প বলে চলেছে ৷ মেসির প্রথম বিশ্বকাপ জেতা, এটা যেন তাঁরই প্রাপ্য ছিল ৷ আমার প্রিয় বন্ধু এমবাপে, ফাইনালে 4টি গোল করেছেন ৷ আমাদের খেলার ভবিষ্যতের জন্য এই দর্শনটা একটা উপহার ছিল ৷"
তাঁর অসাধারণ কেরিয়ারে এই ম্যাচে দু'টি গোল করেন এবং টুর্নামেন্ট সেরার ট্রফি জিতে নেন মেসি ৷ এমবাপে, 2018 সালের ফাইনালেও ম্যাচে গোল করেছিলেন ঠিক যেমন 1958 সালে কিশোর বয়সে পেলে করেছিলেন ৷ তিনিই বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করার ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হন ৷ টাইব্রেকারেও মেসি ও এমবাপে দু'জনেই গোল পান ৷ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার হিসেবে সোনার বল জিতেছেন মেসি । অন্যদিকে 7 ম্যাচে 8 গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে সোনার বুট জিতেছেন এমবাপে ৷