পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Paul Pogba on Hijab Row : হিজাব বিতর্কে মুসলিম মেয়েদের হেনস্থার অভিযোগ পল পোগবার - Paul Pogba Social media post on Hijab Row

হিজাব বিতর্কে মুসলিম মেয়েদের পাশে দাঁড়িয়ে সরব হলেন ফরাসি তথা ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পল পোগবা (Paul Pogba Social media post on Hijab Row) ৷ হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে মুসলিম মেয়েদের হেনস্থার অভিযোগ করলেন তিনি ৷ এনিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে 58 সেকেন্ডের একটি রিল পোস্ট করেছেন পোগবা ৷

Paul Pogba Social media post on Hijab Row
Paul Pogba Social media post on Hijab Row

By

Published : Feb 11, 2022, 2:43 PM IST

ম্যানচেস্টার, 11 ফেব্রুয়ারি : কর্নাটকে হিজাব বিতর্ক এবার আন্তর্জাতিক মঞ্চে ৷ তাও সরাসরি ফুটবলের মাঠে ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে এনিয়ে সরব হলেন ফরাসি ফুটবল তারকার পল পোগবা (Paul Pogba Social media post on Hijab Row) ৷ যেখানে সরাসরি মুসলিম ছাত্রীদের হেনস্থার অভিযোগ করেছেন পোগবা ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টে পোগবা লিখেছেন, ভারতের হিন্দুত্ববাদী জনতা লাগাতার মসুলিম মেয়েদের হিজাব পরা নিয়ে হেনস্থা করে চলেছে ৷ সেই সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত)

ফরাসি এই ফুটবল তারকার মা মুসলিম ৷ সেই সূত্রে 2019 সালে নিজেও ধর্ম পরিবর্তন করেন পোগবা ৷ কর্নাটকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি ৷ সরাসরি হিন্দুত্ববাদী জনতার বিরুদ্ধে মুসলিম মেয়েদের হেনস্থার অভিযোগ করেছেন পোগবা ৷ একটি ভিডিয়ো পোস্ট করে তিনি দাবি করেছেন, ‘‘হিন্দুত্ববাদী জনতা কলেজে হিজাব পরা নিয়ে মুসলিম মেয়েদের লাগাতার হেনস্থা করে চলেছে ৷’’

আরও পড়ুন : Malala Yousafzai on hijab row: মুসলিম মহিলাদের কোণঠাসা করা বন্ধ করুন, হিজাব বিতর্কে আর্জি মালালার

হিজাব বিতর্কে পোগবার ইনস্টাগ্রাম পোস্ট (ছবির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত))

পোগবার পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, অসংখ্য ছাত্র এবং ব্যক্তি একদল হিজাব পরিহিতা মেয়েকে ঘিরে রেখেছে ৷ আর লাগাতার স্লোগান দিয়ে চলেছে ৷ আর কয়েকজন ব্যক্তি মেয়েদের সামনে দাঁড়িয়ে মানববন্ধন তৈরি করেছে ৷ যেখানে মাত্র 2 জন পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে ৷ যে ভিডিয়ো পোস্ট করে ভারতে মুসলিম মহিলাদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ করেছেন পোগবা ৷ যদিও পল পোগবার পোস্ট করা 58 সেকেন্ডের ওই ভিডিয়ো’র সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ৷ আন্তর্জাতিকস্তরে এর আগে মালালা ইউসুফজাই হিজাব বিতর্ককে মুসলিম মেয়েদের হিজাব পরে ক্লাসে ঢুকতে না দেওয়া নিয়ে সরব হয়েছিলেন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details