বুদাপেস্ট, 28 অগস্ট: প্যারিস অলিম্পিকসে কোয়ালিফাই করলেন ভারতীয় স্টিপলচেস অ্যাথলিট পারুল চৌধুরি ৷ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 3000 মিটার স্টিপলচেস ফাইনালে 11 নম্বরে শেষ করেছেন পারুল ৷ সেই সঙ্গে 9:15.31 মিনিটে 3000 মিটার স্টিপলচেস শেষ করে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে ন্যাশনাল রেকর্ড ভেঙেছেন ভারতীয় অ্যাথলিট ৷ ফলে প্যারিস অলিম্পিকস 2024-এর জন্য যোগ্যতা অর্জন করেছেন তিনি ৷
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 3000 মিটার স্টিপলচেস ফাইনালে সোনা জিতেছেন ব্রুনেইয়ের অ্যাথলিট উইনফ্রেড মুতিল ইয়াভি ৷ তিনি 8:54.29 মিনিটে 3000 মিটারের স্টিপলচেস সম্পূর্ণ করেন ৷ দ্বিতীয় হয়েছেন কেনিয়ার বিট্রিস চিপকোয়েচ ৷ তিনি 8:58.98 মিনিটে রেস শেষ করেন ৷ তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পদক জিতেছেন কেনিয়ার আরেক অ্যাথলিট ফেইথ চেরোটিক ৷ তিনি 9:00.69 মিনিটে দৌড় শেষ করেছেন ৷
3000 মিটার স্টিপলচেস ফাইনালে 200 মিটার পর্যন্ত সবার আগে ছিলেন পারুল চৌধুরী ৷ কিন্তু, 200 মিটারের রেস শেষ করেই ছন্দ হারান তিনি ৷ ফলে 11 নম্বরে শেষ করেন ভারতীয় অ্যাথলিট ৷ তবে, 2900 মিটারের স্পলিট পর্যন্ত 13 নম্বরে ছিলেন তিনি ৷ শেষ 100 মিটার দু’জন অ্যাথলিটকে টপকে 11 নম্বরে স্টিপলচেস ফাইনাল শেষ করেন পারুল চৌধুরি ৷
আরও পড়ুন:মধ্যরাতে ইতিহাস 'সোনার ছেলে'র! বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় হিসেবে জ্যাভলিনে সোনা জয় নীরজের
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের 4x400 রিলে রেস ফাইনালে পঞ্চম স্থানে শেষ করেছেন ভারতীয় অ্যাথলিটরা ৷ ভারতীয় রিলে রেস দলে ছিলেন মুহম্মদ আনাস ইয়াহিয়া, আমোজ জেকব, মুহম্মদ আজমল এবং রাজেশ রমেশ ৷ তাঁরা 2 মিনিট 59.92 সেকেন্ডে রিলে রেস শেষ করেন ৷ কুইন্সি হল, ভার্নন নরউড, জাস্টিন রবিনসন এবং রাই বেঞ্জামিনদের মার্কিন যুক্তরাষ্ট্রের রিলে রেসের দল স্বর্ণপদক জিতেছে ৷ তাঁরা 2:57.31 মিনিটে রেস শেষ করেছেন ৷ 2:58.45 মিনিটে রেস শেষ করে রুপোর পদক জেতে ফ্রান্স এবং 2:58.71 মিনিটে রেস শেষ করে তৃতীয় হয়েছে গ্রেট ব্রিটেন ৷ (খবর সূত্র- সংবাদসংস্থা এএনআই)