টোকিয়ো, 23 জুলাই : আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল 2020 টোকিয়ো অলিম্পিকস ৷ দর্শকশূন্য টোকিয়োর অলিম্পিক স্টেডিয়ামে ঝাঁ চকচকে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকে কাঠি পড়ল অলিম্পিকসের ৷ নাচ, গানের মাধ্যমে নিজেদের দেশের সংস্কৃতি বিশ্বের সামনে মেলে ধরল প্রযুক্তি উন্নত দেশ জাপান ৷ উদ্বোধনী অনুষ্ঠানের থিম ছিল 'ইউনাইটেড বাই ইমোশন' ৷ 2013 সালে জাপান 2020 অলিম্পিকসের আয়োজনের দায়িত্ব পায় ৷ তারপর করোনার কারণে একটা বছরের অপেক্ষার পর অবশেষে টোকিয়োয় শুরু হল অলিম্পিকস ৷
ইতিমধ্যেই গেমস ভিলেজে আক্রান্তের সংখ্যা 100 পার করেছে ৷ করোনার ভ্রুকুটির মাঝে মাত্র এক হাজার জনের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান হয় ৷ ভারতের পক্ষ থেকে অনুষ্ঠানে 30 জন উপস্থিত ছিলেন ৷ পতাকা বহনের দায়িত্বে ছিলেন মেরি কম ও মনপ্রীত সিং ৷ মেয়েরা ঘিয়ে কুর্তির উপরে ব্লেজার পরেছিল ৷ ছেলেদের পরণে ছিল স্যুট ৷ রঙিন আতসবাজি ও নাচ, গানের মাধ্যমে শেষ হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান ৷