পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইনডোর স্টেডিয়াম এখন সরকারি গুদাম, বন্ধ খেলা

1 বছর ধরে বন্ধ অনুশীলন ৷ স্টেডিয়াম থাকলেও অনুশীলন করতে না পেরে হতাশ মালদা জেলার খেলোয়াড়রা । মালদার সত্য চৌধুরি ইনডোর স্টেডিয়াম এখন পরিণত হয়েছে সরকারি গুদামে ।

মালদা

By

Published : Sep 9, 2019, 8:30 PM IST

Updated : Sep 9, 2019, 9:54 PM IST

মালদা, 9 সেপ্টেম্বর : স্টেডিয়াম এখন EVM ও VVPAT রাখার গুদাম ৷ 1 বছর ধরে বন্ধ অনুশীলন ৷ স্টেডিয়াম থাকলেও অনুশীলন করতে না পেরে হতাশ মালদা জেলার খেলোয়াড়রা । খেলোয়াড়দের ভবিষ্যৎ গড়ার জায়গা এখন পরিণত হয়েছে সরকারি গুদামে । জেলায় ইনডোর স্টেডিয়াম একটাই । সেটি সত্য চৌধুরি ইন্ডোর স্টেডিয়াম । সেই স্টেডিয়াম এখন দখল করে নিয়েছে বিভিন্ন সরকারি দপ্তর । যেটুকু ফাঁকা জায়গা ছিল, তাও এখন ব্যবহার হয় জেলা প্রশাসনের গোডাউন হিসাবে । বিষয়টি স্বীকার করেছেন খোদ জেলাশাসকও ।

ইন্ডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন প্রশিক্ষণ দিয়েছেন উত্তীয় বড়াল । তিনি বলেন, "গত এক বছর ধরে স্টেডিয়াম বন্ধ হয়ে রয়েছে । এক বছর আগে 120 থেকে 140 জন ব্যাডমিন্টন খেলোয়াড় এখানে প্রশিক্ষণ নিত । তাদের মধ্যে কয়েকজন প্রতিভাবান খেলোয়াড়ও ছিল । তাদের মধ্যে একজন জাতীয় স্তরে ভালো ফল করেছে । এই স্টেডিয়াম বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে তাদের অন্য জায়গায় পাঠাতে হয় । এই স্টেডিয়াম পুরোপুরি চালু করার জন্য অনেকের সঙ্গেই দেখা করেছি । কিন্তু কোনও লাভ হয়নি । আমরা চাই, স্টেডিয়ামকে খেলার জন্যই ব্যবহার করা হোক।"

জেলাশাসক কৌশিক ভট্টাচার্য নিজেও গোটা ঘটনা স্বীকার করে নিয়েছেন । তিনি বলেন , "সত্য চৌধুরি ইনডোর স্টেডিয়াম খেলাধুলার জন্যই তৈরি করা হয়েছিল । তা নিয়ে কোনও প্রশ্নই নেই । বেশ কয়েক বছর ধরে সেখানে একাধিক সরকারি দপ্তর চলছে । সেখানে VVPAT ওয়্যারহাউজ় করা হয়েছে । আমরা সেই ওয়্যারহাউজ় সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছি । অন্য জায়গায় ওয়্যারহাউজ় তৈরির কাজ শুরু হয়ে গেছে । এ ছাড়া সরকারি দপ্তরগুলিও অন্য জায়গায় সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে । EVM ও VVPAT রাখায় ব্যাডমিন্টন কোর্টের কিছুটা ক্ষতি হয়েছে ৷ আমরা পূর্ত দপ্তরকে আপাতত সেই ফ্লোর ঠিক করার দায়িত্ব দিয়েছি । পরবর্তীতে গোটা ফ্লোরটাই পালটে দেওয়া হবে।"

জেলা ক্রীড়া সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ । 1996 সালে মালদা শহরে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় । সেই স্টেডিয়াম নির্মাণে উদ্যোগ নেন রাজ্যের তৎকালীন মন্ত্রী শৈলেন সরকার । বিভিন্ন উপায়ে স্টেডিয়াম নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করা হয়েছিল । জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামের পাশে স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয় । 2001 সালের 22 ডিসেম্বর উত্তরবঙ্গের প্রথম ইনডোর স্টেডিয়ামটির উদ্বোধন করেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী । উদ্বোধনের পর এই স্টেডিয়ামে রাজ্যস্তরের ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা হয়েছে । হয়েছে সরকারি ক্রীড়া প্রতিযোগিতাও পরবর্তী সময়ে এই স্টেডিয়ামে একাধিক সরকারি দপ্তর খোলা হয় । খোলা হয় ফাস্ট ট্র্যাক কোর্টও ৷ 2013 সালে সেই স্টেডিয়াম নিজেদের হাতে নিয়ে নেয় জেলা প্রশাসন । বর্তমানে EVM রাখার গুদামে পরিণত হয়েছে সেই স্টেডিয়াম ।

ভিডিয়োয় দেখুন
জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদক শুভাশিস সরকার বলেন, "আমিও বিষয়টি শুনেছি । জেলা প্রশাসন স্টেডিয়াম নিজেদের হাতে নেওয়ার পর প্রথমদিকে সেখানে তাও খেলাধুলো হত । কিন্তু বছরখানেক ধরে সেখানে খেলাধুলা সম্পূর্ণ বন্ধ রয়েছে । এটা খুব দুঃখজনক ঘটনা । "

সংস্থার বর্তমান সম্পাদক শুভেন্দুনারায়ণ চৌধুরি বলেন,"এই ইনডোর স্টেডিয়াম যাতে খেলার জন্যই রাখা হয় তা নিয়ে আমি জেলাশাসকের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছি । জেলাশাসককে বারবার বলেছি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস সহ অন্যান্য ইনডোর গেমসের জন্য স্টেডিয়াম আমাদের হাতে ফিরিয়ে দেওয়া হোক । তা না হলে মালদার খেলাধুলো অকালে নষ্ট হয়ে যাবে । ছেলেমেয়েদের উদ্যমও নষ্ট হয়ে যাবে । কিন্তু জেলাশাসক স্টেডিয়ামটি আমাদের হাতে ফিরিয়ে দেননি । EVM আর VVPAT রেখে ইতিমধ্যেই স্টেডিয়ামের ফ্লোর নষ্ট হয়ে গেছে । এই ফ্লোর পুরোপুরি পালটে ফেলতে হবে । তার জন্য সম্প্রতি পূর্ত দপ্তর ফ্লোর পরিদর্শন করেছে । তারা এস্টিমেট করে জানিয়েছে, এই ফ্লোর পাল্টাতে প্রায় 26 লক্ষ টাকা খরচ হবে ৷ "

Last Updated : Sep 9, 2019, 9:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details