নয়াদিল্লি, 7 মে: দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদে সামিল কুস্তিগীরদের সমর্থনের কথা আগেই জানিয়েছিল ‘সংযুক্ত কিষাণ মোর্চা’ ৷ এবার তাঁদের সমর্থন জানাতে যন্তর মন্তরে 36টি কৃষি সংগঠন নিয়ে তৈরি ‘সংযুক্ত কিষাণ মোর্চা’র সদস্যরা ৷ আর তার জেরে এবার রাজধানী দিল্লিকে দুর্গে পরিণত করল দিল্লি পুলিশ ৷ দিল্লি এবং এনসিআর এলাকায় মোট 1300 পুলিশ এবং 2 হাজারেরও বেশি আধাসেনা মোতায়েন করা হয়েছে ৷ গত 24 এপ্রিল রাত থেকে দ্বিতীয় দফায় প্রতিবাদে বসেছেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগত এবং বজরং পুনিয়া-সহ দেশের একাধিক কুস্তিগীর ৷ তাঁদের দাবি একটাই, মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তার অভিযোগ জাতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট পদ থেকে ব্রিজভূষণ শরণ সিংয়ের অপসারণ এবং গ্রেফতারি ৷
দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দিল্লির বাইরে থেকে যাঁরা আন্দোলনকারী কুস্তিগীরদের সমর্থন করতে আসছে, তাঁদের পায়ে হেঁটে, গাড়িতে এবং বাসে যন্তর মন্তরে যাওয়ার অনুমতি দেওয়া হবে ৷ কিন্তু, ট্রাক্টর বা ট্রলি নিয়ে দিল্লিতে প্রবেশ করতে দেওয়া হবে না ৷ মূলত, সংযুক্ত কিষাণ মোর্চা কুস্তিগীরদের সমর্থনে যন্তর মন্তরে আসছেন ৷ মনে করা হচ্ছে, 7 মে সন্ধেয় তাঁরা রাজধানীতে প্রবেশ করবেন ৷ কিন্তু, ট্রাক্টর বা ট্রলি নিয়ে রাজধানীতে প্রবেশ করতে গেলে বাধা দেওয়া হবে প্রশাসনের তরফে ৷
দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, রাজধানী এবং তাঁর সংলগ্ন এলাকায় 2 হাজারের উপর আধাসেনা মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য ৷ পাশাপাশি, সিংঘু সীমানায় বাহিনীর পাশাপাশি দিল্লি পুলিশের 300 কর্মীকে মোতায়েন করা হয়েছে ৷ রাজধানী সংলগ্ন তিকরি, নাংগলই, পীরাগাড়হি ও মুন্ডকা চক সীমানা এলাকায় আধাসেনার পাশাপাশি 200 জন পুলিশ রয়েছে ৷ মোটের উপর 1300 পুলিশ কর্মীকে রাজধানী ও সংলগ্ন এলাকায় নিরাপত্তার জন্য মোতায়েন করেছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷